
নিজস্ব প্রতিবেদক : আজ শুক্রবার ঢাকা – ৩ কেরানীগঞ্জ জিনজিরা এলাকায় আসরের নামাজের পর যুব নেতা মানিকের জন্য দোয়া ও মিলাদ মাহফিলে যোগ দেন কেরানীগঞ্জের কৃতি সন্তান বাংলাদেশ যুব দলের সিনিয়র সহ সভাপতি রেজাউল কবির পল।

এলাকায় উনার আসার কথা শুনে ক্রমশ একের পর এক মিছিল জমায়েত হতে থাকে। লোকে লোকারণ্য হয়ে উঠে জিঞ্জিরা এলাকা।
সম্প্রতি লন্ডন থেকে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে সাক্ষাৎ করে দেশে ফিরেছেন তিনি। আজ নিজ এলাকায় দলীয় প্রতীক ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ করেন পল।

তিনি আরও বলেন একটাই কথা ‘সবার আগে দেশ’। স্থানীয় জনতার স্বতঃস্ফূর্ত জনসমাগম ঘটে। তিনি সবাইকে ধানের শীষের পক্ষে ভোট দেয়ার জন্য অনুরোধ করেন।

👁️ 29 News Views
