জামালপুরের মেলান্দহে দই হাট মিষ্টি বাজারে হামলা- ভাংচুর ও লুট করেছে দুর্বৃত্তরা।। জনমনে তীব্র ক্ষোভ

Uncategorized অপরাধ আইন ও আদালত গ্রাম বাংলার খবর বিজ্ঞান ও প্রযুক্তি সারাদেশ

জামালপুর প্রতিনিধি  :  জামালপুরের মেলান্দহে জেমকো এগ্রো লিমিটেডের দই হাট- মিষ্টি বাজার ব্যবসা প্রতিষ্ঠানে একদল দুর্বৃত্ত হামলা, ভাংচুর ও লুটপাট করেছে। গত বৃহস্পতিবার  দুপুরে উপজেলার হাজরাবাড়ী পৌর এলাকার দাতভাঙ্গা ব্রীজ এলাকায় এ ঘটনা ঘটে। হামলাকারীরা ভাংচুর ও লুটপাটের পর ব্যবসা প্রতিষ্ঠানটি একেবারে বন্ধ করে দিয়েেছে। শুক্রবার সকাল সাড়ে ১১ টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত স্থানীয় এলাকাবাসীদের মধ্যে চরম ক্ষোভ দেখা দিয়েছে ।
জেমকো এগ্রো লিমিটেডের দই হাট বাজার ব্যবসা প্রতিষ্ঠান সূত্র জানায়, দুর্বৃত্তরা ১০০ মণ তরল দুধ,  দুধের ছানা ২০০ কে‌জি, ৫০ বস্তা‌ চি‌নি, দই মি‌ষ্টি তৈরির বিপুল পরিমান বিভিন্ন উপকরণ, নগদ টাকা লুটপাটসহ অন্তত ২০ লক্ষাধিক টাকার ক্ষতি করেছে। এ সময় দুর্বৃত্তরা প্রতিষ্ঠানের কর্মচারীদের ব্যাপক মারধর করা হয়েছে।
দই কারিগর শিমুল ও নিহাদ সাংবাদিকদের জানান, দুর্বৃত্তরা অতর্কিতভাবে প্রতিষ্ঠানে ঢোকে হামলা, ভাংচুর ও লুটপাট করেছে। প্রতিবাদ করায় তাদেরকে মারধর করেছে। তারা এ ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মিষ্টি কারিগর ফারুক জানান, তারা কাজ করছিলেন।  হঠাত ৫০/৬০ জন দুর্বৃত্ত কারখানায় হামলা চালিয়ে ভাংচুর  করে৷ তাদেরকে মারধর করেছে। যাবার সময় হুমকি দিয়েছে এ ঘটনায় থানা পুলিশ করলে তাদের মেরে ফেলা হবে। বর্তমানে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন।
মেলান্দহ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, এ বিষয়ে তিনি কোন অভিযোগ পাননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাংচুর, লুটপাটকারী দুর্বৃত্তদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থা দ্রুত পদক্ষেপ নেবে এমন প্রত্যাশা স্থানীয় ব্যবসায়ী ও সচেতন মহলের।
👁️ 43 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *