বাঘারপাড়ায় ইঞ্জিনিয়ার টি এস আয়ুব’র নির্বাচনী গণসংযোগ ও লিফলেট বিতরণ

Uncategorized খুলনা গ্রাম বাংলার খবর জাতীয় বিশেষ প্রতিবেদন রাজনীতি সংগঠন সংবাদ সারাদেশ

সুমন হোসেন,( যশোর)  :  ৮৮/যশোর-৪ (অভয়নগর-বাঘারপাড়া ও বসুন্দিয়া ইউনিয়ন) আসনে বিএনপি মনোনিত ধানের শীষের প্রার্থী ইঞ্জিনিয়ার টি এস আয়ুব’র বাঘারপাড়ায় নির্বাচনী গণসংযোগ ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন

শুক্রবার সকালে বাঘারপাড়া উপজেলার বর্ণমা কিন্ডার গার্ডেন স্কুল এলাকার থেকে গণসংযোগ ও লিফলেট বিতরণ শুরু করে সোনাপট্টি হয়ে চৌরাস্তার সকল ব্যবসায়ী, প্রতিষ্ঠানের মালিক ও কর্মচারীদের সাথে করমোদন করে লিফলেট বিতরণ করার মাধ্যমে দোয়া ও ভোট চান ধানের শীষের প্রার্থী ইঞ্জিনিয়ার টি এস আয়ুব।

উপজেলার সামনে দিয়ে যাতায়াত করা সকল পথচারী ও সর্বস্তরের জনগণের হাতে লিফলেট বিতরণ করার মাধ্যমে ভোট প্রার্থনা করেন তিনি। অত্র নির্বাচনী এলাকায় ব্যপক উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন করবেন এমনটাই প্রতিশ্রুতি দেন সকলকে। তিনি বলেন, আপনারা আমাকে একটি ভোট দিয়ে নির্বাচিত করেন। আমি আপনাদের খেদমত করতে চাই। আমাকে একটি সুযোগ দেন।


বিজ্ঞাপন

চাড়াভিটা ছিলামপুর এলাকার ভ্যানচালক মিরাজ তালুকদার লিফলেট হাতে পেয়ে ইঞ্জিনিয়ার টি এস আয়ুবকে বুঁকে জড়িয়ে ধরেন। তিনি বলেন, বিগত ১৭টি বছর ভোট দিতে পারি নি। দোয়া করি এবং এবার পরিবারসহ ভোট দিয়ে পাশে থাকবো।


বিজ্ঞাপন

দশপাখিয়া গ্রামের মনিরুল ইসলামের স্ত্রী সোনিয়া বেগম একজন গৃহীনি। তিনি নিজে ভোট দেবেন এবং তার গ্রামের মানুষের কাছে প্রচারনার জন্য অতিরিক্ত কিছু লিফলেট নিয়ে গেলেন। তার এলাকায় আলোচনা হয়েছে এবছর ইঞ্জিনিয়ার টি এস আয়ুবকে নির্বাচিত করবেন।

বাঘারপাড়া উপজেলার গেট সংলগ্ন মহিরন গ্রামের শরিফুল ইসলামের একটি চায়ের দোকান আছে। সেখানে প্রতিদিন আলোচনা হয় এবার ধানের শীষের প্রার্থী ইঞ্জিনিয়ার টি এস আয়ুব’র বিজয় নিশ্চিত। শরিফুল বলেন, এই নির্বাচন যদি সুষ্ঠু ও নিরপেক্ষ হয়। তাহলে বিপুল ভোটে ৮৮/যশোর-৪ আসনে ইঞ্জিনিয়ার টি এস আয়ুব নির্বচিত হবেন, ইনশাআল্লাহ।

নির্বাচনী গণসংযোগ ও লিফলেট বিতরণ অনুষ্ঠানে সফরসঙ্গী হিসাবে উপস্থিত ছিলেন, বাঘারপাড়া উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক মোঃ শামসুর রহমান, সিনিয়র যুগ্ম সম্পাদক এফ এম আসলাম, পৌর বিএনপির সাধারন সম্পাদক আব্দুর রহমান মিন্টু, সাংগঠনিক সম্পাদক মেহেদী খন্দকার, পৌর যুবদলের আহবায়ক হিরু আহমেদ, সদস্য সচিব বাবুল, বাঘারপাড়া উপজেলা কৃষক দলের সভাপতি মশিউল আজম, সাংগঠনিক সম্পাদক তিতাস মোল্যা, বাঘারপাড়া উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক বিল্লাল হোসেন মোড়ল, সদস্য সচিব জাকির হোসেন সুদ, বাঘারপাড়া পৌর সেচ্ছাসেবক দলের আহবায়ক লাভলু রহমান, বাঘারপাড়া উপজেলা মহিলা দলের সভানেত্রী মদীনা বেগম, বাঘারপাড়া উপজেলা মহিলা দলের সাধারন সম্পাদক সাইফুনেচ্ছা, উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আব্দুল হালিম, কৃষক দল নেতা নাজিম উদ্দীন, রাসেদ, মনিরুল, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মাসুম পারভেজ, সদস্য রাকিব, বিল্লাল, নাঈম, সোয়াইব, তুশার, আলমগীর সহ প্রমূখ।

👁️ 37 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *