বৈষম্য নয়, বাস্তবায়নের দাবি এমপিওভূক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের

Uncategorized খুলনা গ্রাম বাংলার খবর জাতীয় বিশেষ প্রতিবেদন রাজনীতি সংগঠন সংবাদ সারাদেশ

ফরিদপুর প্রতিনিধি :” আমরা বৈষম্য শিকার হতে চাই না, অতিদ্রুত আমাদের দাবি বাস্তবায়ন করতে হবে” এমন জোড় দাবি উত্থাপন করেছেন এমপিওভূক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট। ফরিদপুরে সংগঠনটির সম্মেলন ও কেন্দ্রীয় নেতৃবৃন্দকে সংবর্ধণা অনুষ্ঠানে সরকারের প্রতি এই আহ্বান জানানো হয়।


বিজ্ঞাপন

আজ শনিবার দুপুরে শহরের কবি জসিম উদ্দিন হল রুমে সংগঠনটির জেলা শাখার আয়োজনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন নন এমপিওভূক্ত মাদ্রাস ও স্কুলের শিক্ষকরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমপিওভূক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব ও বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরামের সভাপতি অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি। এ সময় তিনি বক্তব্যকালে বলেন- আমাদের দীর্ঘদিন বঞ্চিত করে রাখা হয়েছে। প্রেসক্লাব থেকে পিটিয়ে রাতের আঁধারে বের করে দেওয়া হয়েছে। এই সরকার ক্ষমতায় আসার পর নানা দাবি নিয়ে শিক্ষকরা আশায় বুকভরে অপেক্ষা করলেও সেই দাবিগুলো পূরণ হয়নি।


বিজ্ঞাপন

তিনি আরও বলেন- আমাদের প্রবীণ শিক্ষকরা—যারা ছিলেন আমাদের উত্তরাধিকার—তাদেরও বঞ্চিত করে রাখা হয়েছে। আমরা আর বৈষম্যর শিকার হতে চাই না। আজ আমরা জেগে উঠেছি। আমাদের আর দাবিয়ে রাখা যাবে না। আমাদের ন্যায্য অধিকার দিতে হবে—দিতেই হবে। আজকে ফরিদপুরে জাতীয়করণ প্রত্যাশী জোটের এই সম্মেলন থেকে আমরা ঘোষণা করছি—এই আলোর পথ আমরা টেনে টেনে সামনের দিকে নিয়ে যাব।”


বিজ্ঞাপন

এছাড়া অন্যদের মধ্যে বক্তব্য দেন যুগ্ম সদস্য সচিব প্রকৌশলী আবুল বাশার, মো. শান্ত ইসলাম, আশরাফুজ্জামান হানিফ, মো. হাবিবুল্লাহ রাজু সহ অনেকে। সম্মেলন শেষে সালথা উপজেলার ইউসুফ দিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ ছায়েম মোল্লাকে সভাপতি এবং সারদা সুন্দরী বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মো. মনিরকে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটি ঘোষণা করা হয়।

👁️ 44 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *