যশোরের অভয়নগরে কার্প জাতীয় মাছ ও চিংড়ি চাষীদের আধুনিক প্রযুক্তির মাছ চাষ বিষয়ক প্রশিক্ষণ

Uncategorized অর্থনীতি খুলনা গ্রাম বাংলার খবর জাতীয় বানিজ্য বিশেষ প্রতিবেদন সারাদেশ

অভয়নগর (যশোর) প্রতিনিধি  :  যশোরের  অভয়নগরে কার্প জাতীয় মাছ ও গলদা চিংড়ির একক ও মিশ্রচাষে চাষীদের আধুনিক প্রযুক্তির মাছ চাষ বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। প্রথম দিন মঙ্গলবার সকাল দশটায় উপজেলার কৃষি ভবন মিলনায়তনে ২০ জন চাষীর অংশ গ্রহনে গলদা চিংড়ি চাষের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। ২য় দিন বৃহস্পতিবার উপজেলার বিভিন্ন এলাকার ২০ জন মৎস্য চাষী কার্প জাতীয় মাছের রোগ বালাই ও তার প্রতিকার বিষয়ক প্রশিক্ষণ গ্রহন করেন।


বিজ্ঞাপন

আলোচনায় মাছ চাষ অধিক হারে উৎপাদন, মাছ সংরক্ষণ, মাছের রোগ বলাই সম্পর্কে দিকনির্দেশনা দেন অভয়নগর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা লিপ্টন সরকার।

তিনি তার প্রাণবন্ত উপস্থাপনায় উপস্থিত মৎস্য চাষিরা উচ্ছ্বাসিত হয়। কিভাবে মাছ চাষ করতে হবে? কোন ধরনের মাছের পোনা দিতে হবে? কিভাবে মৎস্য খামার তৈরি করতে হবে? কখন কোন কি ব্যবহার করতে হবে?


বিজ্ঞাপন

তা তিনি প্রশিক্ষণে বিস্তারিত জানান। মাছ চাষীদের দাবি মৎস্য বিক্রয় কেন্দ্রগুলোকে কাটা পাল্লার পরিবর্তে ডিজিটাল দাড়িপাল্লা। ভালো মানের মৎস্য খাবার ও উন্নতমানের ওষুধের গুনগত মান যাচাই এর কথা তুলে ধরেন। মৎস্য কর্মকর্তা এসবের দ্রুত প্রতিকারের প্রতিশ্রুতি দেন।


বিজ্ঞাপন

২০২৫-২০২৬ অর্থবছরে রাজস্ব বাজেটের আওতায় গলদা চিংড়ির একক ও মিশ্রচাষ বিষয়ক প্রশিক্ষণে ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন খুলনা বিভাগের পরিচালক মোঃ জাহাঙ্গীর আলম। তিনি পুকুর প্রস্তুতি, মাসিক পরিচর্যা হিসেবে চুন, লবন ও প্রোবায়োটিক ব্যবহারের গুরুত্ব তুলে ধরেন।

প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলার সম্মানিত জেলা মৎস্য কর্মকর্তা মোঃ মনিরুল মামুন। তিনি মাছের খাদ্য ব্যবস্থাপনা এবং দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ ও মৎস্য অভয়াশ্রম গড়ে তোলার আহ্বান জানান।

ওই এলাকার চাষীদের মাছ ও চিংড়ি চাষীদের আধুনিক প্রযুক্তির মাছ চাষ বিষয়ক প্রশিক্ষণ প্রদান করে মৎস্য চাষে দক্ষতা বৃদ্ধি করা। মাছ চাষে পুকুর প্রস্তুতি, খাদ্য ও সার ব্যবস্থাপনা, স্বাস্থ্য ব্যবস্থাপনা ও রোগ বালাই প্রতিরোধ করে নিরাপদ মৎস্য উৎপাদন, পুষ্টি চাহিদা পূরণ ও অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করতে চাষীকে সক্ষমতা অর্জনে সহায়তা করা।

👁️ 48 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *