
আমির হোসেন (ঝালকাঠি) : ঝালকাঠির নলছিটিতে সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি “অভাধ ও সুষ্ঠু নির্বাচন:সহিংসতা মূক্ত সম্প্রীতির বাংলাদেশ ” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) নলছিটি উপজেলা কমিটির আয়োজনে শনিবার বিকেল তটায় সরকারি নলছিটি ডিগ্রি কলেজ সভা কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা পিএফজি কো-অর্ডিনেটর খলিলুর রহমান মৃধার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন নলছিটি উপজেলা বিএনপি সভাপতি ও পিএফজি উপজেলা কমিটির এম্বাসাডর এড. আনিসুর রহমান খান হেলাল, সরকারি নলছিটি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) খায়রুল বাসার রানা, সুজন-সুশাসনের জন্য নাগরিক নলছিটি পৌর কমিটির সভাপতি একরামুল করিম মিঠু,জামাতে ইসলামির প্রতিনিধি সাইদুর রহমান কবির, ইসলামী আন্দোলন নলছিটি উপজেলা শাখার সভাপতি মাওলানা শাহজালাল জিহাদি, সাবেক সভাপতি মাওলানা আ:কুদ্দুস নলছিটি প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবদুল কুদ্দুস তালুকদার, নলছিটি ডিগ্রি কলেজের প্রভাষক মল্লিক মনিরুজ্জামান,
দৈনিক সমকাল পত্রিকার নলছিটি প্রতিনিধি মো: মিজান, বৈষম্য বিরোধী আন্দোলন নেতা বালী তাইফুর রহমান তুর্য,সাথি আক্তার, সোনিয়া আক্তার
প্রমূখ।
সঞ্চালনায় ছিলেন সুজন -সুশাসনের জন্য নাগরিক নলছিটি উপজেলা কমিটির সাধারণ সম্পাদক ও উপজেলা পিএফজির এ্যাম্বাসাডর প্রভাষক মো:আমির হোসেন।

বক্তারা বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে ভোট দিতে পারিনি। এবার যে নলছিটি বাসীর চাহিদা পূরন করতে পারবেন তাকে ভোট দিবো।আইনশৃঙ্খলা বাহিনীর কাঠামো ভেঙে পড়েছে।আমার চাইনা কোনো মায়ের বুক আর খালি হোক।শান্তি এবং সম্প্রিতির রাজনীতি আমরা চাই।

কিন্ত লাল সবুজের পতাকায় আর রক্ত চাই না।এমপি নির্বাচিত হয়ে প্রশাসনে নাক গলানো, টেন্ডারবাজি করা,মিথ্যা মামলা দিয়ে প্রতিপক্ষকে হয়রানি করা এগুলো এমপির কাজ না।যিনি সংসদে গিয়ে আমাদের জনগণের কথা বলবেন তাকে আমরা ভোট দিবো।
বক্তারা আরও বলেন,১০ টা হোন্ডা, ২০ টা গুন্ডা এই নির্বাচন চাই না।চেয়ারম্যান এর ভোট হয়ে গেছে মেম্বার এর ভোটটা দিতে পারেন। এ নীতি পরিহার করতে হবে।
আবার ৫ আগস্ট যেন না ঘটে।তত্বাবধায়ক সরকারের উপর যেন কেউ হাত না দেয়।সংসদে শক্তিশালী বিরোধী দল থাকতে হবে। রাজনীতিবীদরা যেন মুক্ত ভাবে কথা বলতে পারে।টাকা রাজনীতির মান দন্ড হতে পারে না।রাষ্ট্রের তলা বিহীন ঝুঁড়িতে যেন পরিনত না হয়ে সে দিকে খেয়াল রাখতে হবে।
