
বিশেষ প্রতিনিধি : গান পরিবেশন কালে ইসলাম ধর্ম ও আল্লাহকে নিয়ে কটূক্তির অভিযোগে আটক বাউল শিল্পী আবুল সরকারের দ্রুত ও যথাযথ বিচার দাবি করেছেন বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।

সোমবার বিকেলে এক যৌথ বিবৃতিতে তাঁরা বলেন, একজন শিল্পী হয়েও আবুল সরকার যে ভাষায় আল্লাহ ও ইসলাম নিয়ে কটূক্তি করেছেন, তা কোনভাবেই গ্রহণযোগ্য নয় এবং এর জন্য তাঁর প্রাপ্য শাস্তি নিশ্চিত করা জরুরি।
নেতৃবৃন্দ আরও বলেন, সুষ্ঠু বিচার না হলে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আরও বৃদ্ধি পাবে। যৌথ বিবৃতিতে মতামত জানিয়েছেন, আন্তর্জাতিক প্রেস ক্লাব ও ঢাকা প্রেস ক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল বলেন,ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অধিকার কোনো শিল্পীর নেই।

আবুল সরকারের বক্তব্যে কোটি মুসলমানের অনুভূতি আহত হয়েছে। তাই আইনের আওতায় এনে তাঁর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। এছাড়া আন্তর্জাতিক প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এবং পাকিস্তান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মির ইস্তিয়াক আলী বলেন—পৃথিবীর অধিকাংশ মানুষ সৃষ্টিকর্তায় বিশ্বাসী।

সে জায়গায় আঘাত হেনে আবুল সরকার ফিতনা সৃষ্টি করেছেন। তাঁর এই কর্মকাণ্ড সমাজ ও ধর্মকে অবমাননার শামিল। তাই বিচার ব্যতীত তাঁকে ছাড় দেওয়া উচিত নয়। এছাড়া তাঁদের সঙ্গে সংহতি প্রকাশ করেন বাংলাদেশ ন্যাশনাল নিউজ ক্লাবের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. হোসেন ভূঁইয়া, ঢাকা প্রেস ক্লাবের সহ-সভাপতি সহ-সভাপতি তালুকদার রুমী (নির্বাহী সম্পাদক, দৈনিক পাজ্ঞেরী), মোঃ জসিমউদ্দিন (প্রকাশক ও সম্পাদক, দৈনিক আমার বার্তা), মোঃ মোস্তাফিজুর রহমান (প্রকাশক ও সম্পাদক, দৈনিক ফলাফল), ড. মোঃ আব্দুল্লাহ আল মামুন (প্রকাশক ও সম্পাদক, দৈনিক আমার প্রণের বাংলাদেশ), মোঃ মিয়াজী সেলিম আহম্মেদ (নির্বাহী সম্পাদক, দৈনিক আমাদের কণ্ঠ),মোঃ ওমর জালাল (প্রকাশক ও সম্পাদক, দৈনিক গণজাগরণ ও দৈনিক পেজেন্ট টাইম), মোঃ শাহীন আল মামুন (প্রকাশক ও সম্পাদক, দৈনিক দেশ সংবাদ; ব্যবস্থাপনা পরিচালক, সিএনএন বাংলা টিভি), এস এম হানিফ মিয়া (চেয়ারম্যান, ক্রাইম রিপোর্টার সোসাইটি; সম্পাদক, দৈনিক অবদান), এম এইচ মোতালেব খান (প্রকাশক ও সম্পাদক, দৈনিক মাতৃছায়া), এ মান্নান (সম্পাদক, দৈনিক নতুন বাজার), মোঃ শফিকুল ইসলাম সাদ্দাম (প্রকাশক ও সম্পাদক, দৈনিক দিন প্রতিদিন), মুন্সী জামিল উদ্দীন বাবু (প্রধান সম্পাদক, দৈনিক বাংলার দূত), মোঃ জসিমউদ্দীন কিশোর (প্রকাশক ও সম্পাদক, দৈনিক মেহেদী), এম আই ফারুক আহম্মেদ (সম্পাদক, দৈনিক কালের খবর), তাজুল ইসলাম তালুকদার হিরু (প্রকাশক ও সম্পাদক, দৈনিক দুর্নীতি প্রতিদিন), এস এম দুলাল (নির্বাহী সম্পাদক, সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন (প্রকাশক ও সম্পাদক, দৈনিক প্রবাসীর কথা), মোঃ কামাল কবির (যুগ্ম-সাধারণ সম্পাদক; প্রকাশক ও সম্পাদক, দৈনিক বর্তমান খবর), এ কিউ বুলবুল (স্টাফ রিপোর্টার, বিটিভি; দৈনিক অবজারভার), নুরুন নাহার সীমা (প্রকাশক ও সম্পাদক, দৈনিক প্রতিজ্ঞা), মোঃ শাহাদাৎ হোসেন শাহীন (প্রকাশক ও সম্পাদক, দৈনিক গণমুক্তি), মোঃ কামরুল ইসলাম কামাল (যুগ্ম সম্পাদক, দৈনিক কপোতাক্ষ; রিপোর্টার, দৈনিক নগরবার্তা), ডাঃ মোঃ শিব্বীর আহম্মেদ (প্রকাশক ও সম্পাদক, দৈনিক দক্ষিণাঞ্চল সমাচার),মোঃ মাসুদ (যুগ্ম সম্পাদক, দৈনিক কর্ণফুলী), মোঃ তুহিন ভূঁইয়া (চেয়ারম্যান, ভিশন বাংলা), মোঃ জাহিদুর রহমান (সম্পাদক, দৈনিক নয়াদিন), মোঃ হাবিবুল্লাহ হাবীব (নির্বাহী সম্পাদক, দৈনিক বাংলার নবকণ্ঠ), মোঃ ইমন আলামিন (নিউজ প্রডিউসার, একুশে টেলিভিশন), মোঃ মিজানুর রহমান দুলাল (সম্পাদক, ইউএনবি নিউজ), এনামুল কবির লিটন (প্রকাশক ও সম্পাদক, দৈনিক বাংলাদেশ
প্রতিনিয়ত), অ্যাড. মাসুদ করিম (সম্পাদক, সেফ নিউজ),মোঃ হাসান হাবীব তালুকদার (নির্বাহী সম্পাদক, দৈনিক নীল সীমান্ত), মোঃ শাহাআলম খান (সম্পাদক, বিডিনিউজ ৯৯৯), মোঃ ময়নুল ইসলাম (স্টাফ রিপোর্টার, একুশে টিভি; সম্পাদক, দৈনিক সিডর), মোঃ জসিমউদ্দীন কনক (প্রকাশক ও সম্পাদক, দৈনিক কুমিল্লার আলো), মোঃ মামুনুর রশীদ নোমানী (সম্পাদক, দৈনিক শাহানামা বার্তা; বরিশাল ব্যুরো), আবু ইউছুপ (প্রকাশক ও সম্পাদক),মোঃ মনিরুজ্জামান (অর্থ সম্পাদক; প্রকাশক ও সম্পাদক, দৈনিক মুক্তির লড়াই), মেজবাউল আলম মোহন (নির্বাহী সম্পাদক, দৈনিক মাতৃভূমির খবর), মোঃ দেলোয়ার হোসেন ভূঁইয়া (প্রকাশক ও সম্পাদক, দৈনিক জনতার দলিল), মোঃ আলমগীর হোসেন (যুগ্ম সম্পাদক, দৈনিক একুশের কণ্ঠ), সৈয়দ নাজমুল ইসলাম (প্রকাশক ও সম্পাদক, দৈনিক শহর ও গ্রাম), মোঃ শাহাজাদা শামস ইবনে শফিক (নির্বাহী সম্পাদক, দৈনিক দিগন্ত ধারা), মোঃ মেহেদী হাসান সবুজ (স্টাফ রিপোর্টার, দীপ্ত টিভি), মোঃ ওবাইদুল ইসলাম (প্রকাশক ও সম্পাদক, দৈনিক নিউজ), মোঃ লায়ন হাবিবুর রহমান ভূঁইয়া (ব্যবস্থাপনা সম্পাদক, দৈনিক দুর্নীতি), মোঃ মাসুম বিল্লাহ (সম্পাদক, দৈনিক সংগ্রহ বার্তা), মোঃ আনিস (যুগ্ম সম্পাদক, দৈনিক দেশবার্তা),মোঃ ইনুচ আলী (প্রকাশক ও সম্পাদক, দৈনিক সংবাদ আলোচনা), মোঃ নুরউদ্দিন পাটোয়ারী সাগর (সম্পাদক, দৈনিক চট্টগ্রাম), মোঃ ইমদাদুল হক মিলন (প্রকাশক ও সম্পাদক, দৈনিক নীড় বাংলা), আলহাজ্ব মোঃ সোহাগ (প্রকাশক ও সম্পাদক, দৈনিক বাংলাদেশ জাতীয় নিউজ), হাজেরাতুন নেছা, আবুল হোসেন বিল্লাল (বিশেষ প্রতিনিধি, দৈনিক মুক্তখবর), মোঃ নাসিরউদ্দিন (সম্পাদক, দৈনিক নতুন অর্থনীতি), এম মনির হোসেন (প্রধান সম্পাদক, দৈনিক জনতার বাংলা), মুহাম্মাদ নজরুল ইসলাম (ব্যবস্থাপনা সম্পাদক, দৈনিক বরগুনা বার্তা), এমডি আনিসুর জামান খোকন (যুগ্ম সম্পাদক, বিশ্ব মানচিত্র), শাহানাজ আলম রুমানা,মোঃ ফরিদ চিশতী,মোঃ শামিম আহম্মেদ,কেএম মোহম্মাদ হোসেন রিজভী,সোহেল রানা,শাহাদাত মোল্লা,জাকির আহম্মেদ জীবন.মাসুদুর রহমান,বাবু মিয়া প্রমুখ। এছাড়ারা আরো বিচারের দাবী জানান সেন্টাল প্রেস ক্লাবের সভাপতি খান সেলিম রহমান,সাধারন সম্পাদক মোঃ মাহিদুল ইসলাম,মানবাধিকার প্রেস ক্লাবের সভাপতি মোঃ আবুল হাসান,মিরপুর প্রেস ক্লাবের সাধারন সম্পাদক মোঃ শিহাব উদ্দীন,দক্ষিন অঞ্চল সাংবাদিক ইউনিয়নের উপদেষ্টা আব্দুল মান্নান ভূঁইয়া, রাজিবুল হাসান নাজমুল,বাংলাদেশ ভূমিহীন গৃহহীন হাউজিং লিঃ এর সাধারন সম্পাদক মোঃ আজাহার আলী,অর্থ-সম্পাদক মোঃ ইনুস আলী প্রমুখ। উল্লেখ, গত ৪ অক্টোবর মানিকগঞ্জের ঘিওর উপজেলায় এক সঙ্গীত অনুষ্ঠানে আবুল সরকার ইসলাম ও আল্লাহর সৃষ্টি নিয়ে কটূক্তি করেন।
এ ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমসহ সর্বত্র সমালোচনার ঝড় ওঠে। বিভিন্ন মুসল্লি ও ধর্মীয় সংগঠনের পক্ষ থেকে তার দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি জানানো হয়। বিষয়টি পুলিশের নজরে আসার পর ডিবি পুলিশ বিশেষ অভিযানে গত বৃহস্পতিবার ভোরে মাদারীপুরে তাকে গ্রেফতার করে মানিকগঞ্জে নিয়ে আসে।এ ঘটনায় গত বৃহস্পতিবার সকালে আবুল সরকারের বিরুদ্ধে ঘিওর থানায় মামলা করেন ঘিওর বন্দর মসজিদের ইমাম মুফতি মো. আব্দুল্লাহ।ওইদিন সকাল থেকেই মানিকগঞ্জ আদালত প্রাঙ্গণে বিভিন্ন ইসলামি সংগঠনের ব্যানারে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়।বিক্ষোভকারীরা অভিযোগ করেন, আবুল সরকার নিয়মিত কুরআনের আয়াত ভুল পাঠ করেন, ভুল ব্যাখ্যা দেন এবং নিজেকে ‘পির’ পরিচয়ে ভক্তদের ভুল পথে পরিচালিত করেন।মামলায় অভিযোগ করা হয়েছে।
গত ৪ নভেম্বর মানিকগঞ্জের ঘিওর উপজেলার জাবরাখালা পাগলীর মেলামঞ্চে গান পরিবেশনকালে ধর্ম অবমাননা করেছেন আবুল সরকার।ওই মামলায় বৃহস্পতিবার তাকে মাদারীপুর থেকে আটক করে ডিবি পুলিশ। বিকালে মানিকগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কহিনুর ইসলাম বলেন, বাউল শিল্পী আবুল সরকার গান পরিবেশনকালে ধর্ম সম্পর্কে বিভ্রান্তিমূলক কথা বলেছেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে। মামলাটি তদন্তাধীন।
