
মো: হাবিবুর রহমান (ব্রাহ্মণবাড়িয়া) : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সুন্নী সম্মেলন আনুষ্ঠিত হয়েছে। উপজেলার টানমান্দাইল এলাকায় রোববার গাউছিয়া সাবুরিয়া নূরীয়া দরবার শরীফের ২২ তম ত্বরিকতে সুন্নী সম্মেলন হয়।

এতে সভাপতিত্ব করেন আল্লামা আলহাজ্ব গাজী এম এ ওয়াহেদ সাবুরী। সুন্নী সম্মেলনে প্রধান অতিথি ছিলেন লায়ন মুহাম্মদ আনিসুর রহমান। এতে প্রধান বক্তা ছিলেন মাও: সোহরাব হোসেন জালালী।
সম্মেলনে আলোচনায় অংশ নেন অধ্যক্ষ হাসান রেজা আল কাদরী, পীরে তরিকত মুফাচ্ছেরে কোরআন আল্লামা মুফতি মাহবুবুল আলম কাদেরী। নুরানী আল কাদেরী।

ও: হযরত মাও হারুন অর রশিদ আহমাদী, হযরত মাও: আব্দুর রহমান রেজভী, মাও: ক্বারী মহিউদ্দিন সুন্নী আল কাদরী। তাছাড়া বহু আলেমগন এই সম্মেলনে বক্তব্যে রাখেন।

বিকেল থেকে শুরু হওয়া সম্মেলন মধ্য রাত পযর্ন্ত চলে। এতে এলাকার বহু জায়গা থেকে ভক্তরা আসেন।
