
সাদ্দাম উদ্দিন রাজ (নরসিংদী) : নরসিংদী জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল আমিন ভূইয়া রুহেল বলেছেন, ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া হচ্ছেন সেই নেত্রী, যাকে সারা বিশ্বের মানুষ আপোষহীন নেত্রী হিসেবে মনে করে। তিনি কখনো অন্যায়ের সঙ্গে আপোষ করেন না। গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে নিজেকে উৎসর্গ করেছেন দেশের কল্যাণের জন্য।

তিনি আরো বলেন, উনি যখন অসুস্থ অবস্থায় মৃত্যুশয্যায়, তখন এভারকেয়ার হাসপাতালে তিন দিন গিয়ে দেখেছি— শত শত, হাজারো মানুষ দাঁড়িয়ে তার জন্য কাঁদছে। সবাই বলছে— আমার ফুসফুসটা নিয়ে যান, আমার নেত্রীকে সুস্থ করে দিন। জনগণের এমন ভালোবাসা কোনো সাধারণ নেতার জন্য নয়। উনি সেই নেত্রী— বেগম খালেদা জিয়া।
আজ নরসিংদীর রায়পুরা উপজেলার চরসুবুদ্ধি পুলের ঘাট এলাকায় চরসুবুদ্ধি ইউনিয়ন বিএনপির উদ্যোগে চরসুবুদ্ধি ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো: দোলা মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এ কে এম এনামুল হক নয়ন এর সঞ্চালনায় গনতত্রন্তের মা, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি সৎ সাহসি অন্যায়ের প্রতিবাদী বার বার কারা বরনকারী জনপ্রিয় নেতা রফিকুল আমিন ভুইয়া রুহেল এ কথা বলেন ।

তিনি আরও বলেন, আমার নেত্রী মৃত্যুশয্যায়, সারা দেশ নেত্রীর অসুস্থ্যতার জন্য সাংগঠনিক কর্মকান্ড স্থবির হয়েগেছে,অন্য দিকে রায়পুরায় দেখেছি কেউ কেউ শোডাউনের নামে ব্যান্ড পার্টি বাজাচ্ছে।

আমার নেত্রী বেগম খালেদা জিয়া খুবই অসুস্থ— তার জন্য আমি অসংখ্য স্থানে কোরআন খতম, দোয়া মাহফিলের আয়োজন করছি। আর আমাদেরই এক নেতা বাজায় ব্যান্ড পার্টি!
এই নেতাকে রায়পুরার মানুষ দেখতে চায় না। আপনাদের দোয়া থাকলে আগামী দিনে ইনশাল্লাহ আমি এমপি হবো।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— সহ-সভাপতি তাজুল ইসলাম, রায়পুরা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক পলাশ সরকার,মনিরেুজ্জামান মৃধা সহ অঙ্গসংগঠনের অসংখ্য নেতৃবৃন্দ!
