দুদকের এনফোর্সমেন্ট ইউনিটের ত্রিমুখী অভিযান : রাজস্ব ফাঁকি, স্বাস্থ্যসেবায় অনিয়ম ও পেনশন হয়রানিতে কঠোর নজরদারি

Uncategorized অনিয়ম-দুর্নীতি অপরাধ আইন ও আদালত জাতীয় প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ

নিজস্ব প্রতিবেদক  : দুর্নীতি দমন কমিশন (দুদক) এনফোর্সমেন্ট ইউনিট আবারও প্রমাণ করল, সেবাখাতে অনিয়ম—যেখানেই হোক—আইনের চোখ ফাঁকি দেয়া সহজ নয়। রাজস্ব ফাঁকি, স্বাস্থ্যসেবায় অদক্ষতা ও সরকারি পেনশনের নামে হয়রানির তিনটি আলাদা অভিযোগের পর আজ সারাদেশের তিন জেলায় একযোগে অভিযান চালায় দুদকের তিনটি টিম।


বিজ্ঞাপন

সোনামসজিদ স্থলবন্দরে রাজস্ব ফাঁকির চাঞ্চল্যকর প্রমাণ : চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে কিছু অসাধু কর্মকর্তা যোগসাজশ করে আমদানি পণ্যে ব্যাপক রাজস্ব ফাঁকির অভিযোগ পেয়ে দুদকের সমন্বিত জেলা কার্যালয় রাজশাহী থেকে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়।

অভিযানে আমদানিকৃত Imitation Jewellery–র শুল্কায়নে ভয়াবহ অসঙ্গতি ধরা পড়ে।  সরকার নির্ধারিত শুল্ক হার প্রতি কেজিতে ৫ মার্কিন ডলার হলেও সংশ্লিষ্ট কাস্টমস কর্মকর্তারা প্রভাবশালী চক্রের সঙ্গে মিলে মাত্র ২–৩ ডলার হারে শুল্ক আরোপ করেছেন—যা সরকারি রাজস্বে বিশাল ক্ষতির ইঙ্গিত দেয়। টিম ইতিমধ্যে অভিযোগ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ নথিপত্র সংগ্রহ করেছে। পর্যালোচনার পর পূর্ণাঙ্গ প্রতিবেদন কমিশনে জমা দেওয়া হবে।


বিজ্ঞাপন

সারিয়াকান্দি স্বাস্থ্য কমপ্লেক্সে সেবা সংকট ও অনিয়মের বাস্তব চিত্র উন্মোচন :  বগুড়ার সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবায় নানা অনিয়ম, রোগী হয়রানি এবং স্টাফ সংকটের অভিযোগের ভিত্তিতে দুদক জেলা কার্যালয়, বগুড়া দ্বিতীয় অভিযানটি পরিচালনা করে।


বিজ্ঞাপন

টিম বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করে রোগীদের সঙ্গে কথা বলে বাস্তব সেবার মান যাচাই করে। তদন্তে দেখা যায়—অনুমোদিত পদের তুলনায় ডাক্তার ও কর্মচারীর স্পষ্ট সংকট, রেজিস্টার ও হাজিরা বইয়ে অসঙ্গতি, সেবার মানে প্রত্যাশিত শৃঙ্খলার অভাব।
অভিযানকালে সংগ্রহ করা নথি পর্যালোচনা শেষে টিম শিগগিরই কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন পাঠাবে।

সুনামগঞ্জ জেলা হিসাবরক্ষণ অফিসে পেনশন আটকে ঘুষ দাবির অভিযোগ :  অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর পেনশন ফাইল আটকে ঘুষ দাবির গুরুতর অভিযোগের প্রেক্ষিতে সুনামগঞ্জ জেলা হিসাবরক্ষণ অফিসে অভিযান পরিচালনা করে দুদকের সমন্বিত জেলা কার্যালয়, সিলেট।

অভিযোগকারী সড়ক ও জনপথ অধিদপ্তরের গাড়িচালকের পেনশন সংক্রান্ত নথি সংগ্রহ এবং অন্যান্য সেবা–হিসাব পরিশোধের কাগজপত্রও যাচাই করে টিম। প্রাথমিক পর্যবেক্ষণে বিভিন্ন অনিয়মের আলামত পাওয়ায় পুরো নথিপত্র কমিশনে জমার প্রস্তুতি চলছে।

দুদক বলছে—অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে অভিযান চলবে ধারাবাহিকভাবে :  রাজস্ব, স্বাস্থ্যসেবা বা সরকারি পেনশন—মানুষের মৌলিক অধিকারের যেকোনো জায়গায় দুর্নীতির স্পর্শ পেলেই দুদক মাঠে নেমে আসবে। আজকের তিনটি সমন্বিত অভিযান সেই বার্তাই দিয়েছে নতুন করে।

👁️ 28 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *