ক্রীড়া সম্পাদক পদে লড়ছেন মিজানুর রহমান পাইলট

Uncategorized গ্রাম বাংলার খবর জাতীয় বিশেষ প্রতিবেদন রাজশাহী সংগঠন সংবাদ সারাদেশ

সাগর নোমানী (রাজশাহী)  : রাজশাহী কলেজ অ্যালামনাই নির্বাচনে ক্রীড়া সম্পাদক পদের মিজানুর রহমান পাইলট দোয়া প্রার্থী। রাজশাহী কলেজ এইচএসসি অ্যালামনাই এসোসিয়েশন (RCHSCAA) ২০২৫-২৮ মেয়াদে কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে ক্রীড়া সম্পাদক পদে লড়ছেন ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস এন্ড ক্রাইম রিপোর্টার্স ফাউন্ডেশন রাজশাহী বিভাগের সাবেক সভাপতি ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি রাজশাহী মহানগরের সাবেক সভাপতি মিজানুর রহমান পাইলট।তিনি ব্যক্তিগত জীবনে একজন সফল ব্যবসায়ী ও সমাজসেবক।


বিজ্ঞাপন

তিনি বিগত (COVID-19) করোনাকালীন সময় সফলতার সাথে বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে যুক্ত থেকে সামাজিক সহযোগিতা কাজে উল্লেখযোগ্য অবদান রেখেছেন।

এ নির্বাচনে শক্তিশালী টিম তুষার-কাকলী-তাসু প্যানেলে তিনি ক্রীড়া সম্পাদক পদে মনোনিত হয়ে ভোটে নেমেছেন ৷ তুষার-কাকলী-তাসু পরিষদ হচ্ছে প্যানেল ক’।


বিজ্ঞাপন

প্যানেল ক’ অভিজ্ঞতা ও উদ্যগের সমন্বয়ে গঠিত ১৯৭৫–২০১৩ ব্যাচের সদস্যদের নিয়ে গঠন করা হয়েছে। এই প্যানেলে ৪৩ জন সদস্যের মধ্যে রয়েছেন—চিকিৎসক, প্রকৌশলী , উদ্যোক্তা, ব্যাংকার, ব্যবসায়ী, সেনা ও পুলিশ অফিসার, শিক্ষক, আইনজীবী, সাংবাদিক, লেখক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সমাজসেবকসহ উচ্চ পদস্থ সরকারি কর্মকর্তারা।


বিজ্ঞাপন

মিজানুর রহমান পাইলট বলেন, এই নির্বাচন শুধু নেতৃত্ব বাছাই নয়, বরং এটি সংগঠনের ভবিষ্যৎ রূপরেখা, পরিকল্পনা ও কাঠামোগত বিকাশের ভিত্তিপ্রস্তর। আমাদের প্যানেলে বিভিন্ন পেশার মানুষ থাকায় বিভিন্ন ক্ষেত্রের অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি কাজে লাগিয়ে অ্যালামনাই অ্যাসোসিয়েশনকে এগিয়ে নেওয়া সম্ভব হবে।”

আমাদের প্যানেলে প্রতিটি দায়িত্ব এমন প্রার্থীকে দেওয়া হয়েছে যিনি তার পেশাগত অভিজ্ঞতার আলোকে ওই পদে দায়িত্ব পালন করার যোগ্য। এছাড়া কেন্দ্রীয় কমিটিতে ঢাকায় যোগ্য সদস্য থাকার প্রয়োজনীয়তা উল্লেখ করে প্যানেলটি বলছে যে, ঢাকায় যোগাযোগ ও প্রভাব (connectivity/influence) একটি কার্যকরী ফ্যাক্টর — তাই তাদের ৪৩ জন প্যানেল সদস্যের মধ্যে প্রায় অর্ধেক রাজশাহী ও অর্ধেক ঢাকা থেকে নির্বাচিত করা হয়েছে।

‘যোগ্যতা ও কাজের বাস্তব প্রয়োজনে’ এই প্যানেলকে অন্যদের থেকে স্পষ্টভাবে আলাদা করে দেখার সুযোগ রয়েছে। “আপনি যদি রাজশাহী কলেজের এলামনাই অ্যাসোসিয়েশনকে সত্যিই এগিয়ে নিয়ে যেতে চান, তাহলে আবেগের সঙ্গে বাস্তবতার সমন্বয় করে কার্যনির্বাহী পরিষদ নির্বাচনকে বিবেচনা করবেন।”

👁️ 128 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *