
মোহাম্মদ মাহামুদুল, (মালদ্বীপ) : মালদ্বীপে একই দিনে হৃদরোগে আক্রান্ত হয়ে দুই বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হয়েছে। শনিবার মালেতে অবস্থিত ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালে (IGMH) চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।

মারা যাওয়া দুইজন হলেন— শ্রীমঙ্গলের কামাল আহমেদ (৪৮) এবং বড়লেখার সেলিম উদ্দিন (৬৪)। দুজনই দীর্ঘদিন ধরে মালদ্বীপে কর্মরত ছিলেন।
কামাল আহমেদ কয়েকদিন ধরে অসুস্থ থাকায় হাসপাতালে ভর্তি ছিলেন। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়। একই হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান সেলিম উদ্দিন।

দুই প্রবাসীর মৃত্যুতে পরিবার ও প্রবাসী বাংলাদেশিদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। বাংলাদেশ হাইকমিশনের সহায়তায় তাদের মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে।

👁️ 20 News Views
