
মো : অপু (নারায়ণগঞ্জ) : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সদ্য নিয়োগপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সোমবার (৮ ডিসেম্বর) সকাল ১১ টায় উপজেলার সভাকক্ষে উপজেলা নির্বাহী আসিফ আল জিনাত সাংবাদিকদের সাথে এই মতবিনিময় সভা করেন।
অনুষ্ঠানে সদ্য নিয়োগপ্রাপ্ত উপজেলা নির্বাহী আসিফ আল জিনাত সাংবাদিকদের সাথে পরিচিত হয়ে এলাকার বিভিন্ন সমস্যা ও উপজেলার সার্বিক অবস্থা সম্পর্কে তুলে ধরার জন্য আহবান করেন।

প্রাচীন বাংলার এই রাজধানী সম্পর্কে অবগত করতে গিয়ে এলাকার নানাবিধ সমস্যা শিক্ষা, পরিবেশ দূষণ, জমিভরাট, মাদক, অবৈধ চুনা ও ঢালাই কারখানার গ্যাস সংযোগসহ বিভিন্ন সমস্যা তুলে ধরেন স্থানীয় সাংবাদিকবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন, সোনারগাঁ প্রেস ক্লাব, সোনারগাঁ রিপোর্টার্স ক্লাব, থানা প্রেস ক্লাব, উপজেলা প্রেস ক্লাব, জার্নালিস্ট ক্লাবসহ অন্যান্য প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
