
হুমায়ন কবির মিরাজ, (শার্শা) : বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় যশোরের শার্শায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে গোগা ইউনিয়ন বিএনপির উদ্যোগে গোগা দারুস সালাম হাফিজিয়া কওমি মাদ্রাসা মাঠে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোগা ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ আলী এবং সঞ্চালনা করেন সাবেক ছাত্রনেতা মনিরুল ইসলাম মনির।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির। তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু বিএনপির নেত্রী নন, তিনি গণতন্ত্রকামী মানুষের আশার প্রতীক। তার সুস্থতা দেশের সাধারণ মানুষের প্রত্যাশা। আমরা আল্লাহর কাছে তার দ্রুত রোগমুক্তি কামনা করছি।

বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা খায়রুজ্জামান মধু বলেন, দেশনেত্রী দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন। রাজনৈতিক প্রতিহিংসার কারণে তিনি উপযুক্ত চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন। তাকে সুস্থ দেখার আকাঙ্ক্ষা আজ দেশের প্রতিটি গণতন্ত্রপ্রেমী মানুষের।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে বেগম খালেদা জিয়ার ভূমিকা অনস্বীকার্য। আমরা বিশ্বাস করি, আল্লাহ তাকে দ্রুত সুস্থতা দান করবেন এবং তিনি আবারও জনগণের মাঝে ফিরে আসবেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহসভাপতি জামাল উদ্দিন, বেনাপোল পৌর বিএনপির সহসভাপতি আতিকুজ্জামান সনি, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোস্তফা কামাল মিন্টুসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ধর্মীয় আলেম ওলামা।
দোয়া মাহফিল শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি, দীর্ঘায়ু ও সম্পূর্ণ আরোগ্য কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন গোগা দারুস সালাম হাফিজিয়া মাদ্রাসার বড় হুজুর মাওলানা আব্দুল মজিদ।
