
মো : হাবিবুর রহমান (ব্রাহ্মণবাড়িয়া) : ব্রাহ্মণবাড়িয়ায় পাথরভর্তি ট্রাকে অভিযান চালিয়ে প্রায় দুই কোটি টাকার ভারতীয় বিভিন্ন পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার সকালে সীমান্তবর্তী বিজয়নগর উপজেলার ইব্রাহিমপুর এলাকা থেকে এসব চোরালান পণ্য জব্দ করা হয়।

সরাইল ২৫ বিজিবি ব্যাটালিয়ন থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে একটি টহল দল ঢাকা- সিলেট মহাসড়কের অভিযান পরিচালনা করা হয়।
এ সময় একটি পাথরবাহী ট্রাককে সন্দেহ করে থামানোর চেষ্টা করা হলে ট্রাকটি অন্য পথে পালিয়ে যাওয়া চেষ্টা করে। পরে ট্রাকটিকে ধাওয়া করে ইব্রাহিমপুর এলাকা থেকে আটক করা হয়।

তবে ট্রাকে থাকা চোরা কারবারিরা পালিয়ে যায়। পরে ট্রাকে থাকা পাথরের অন্তত চারফুট নিচ থেকে ভারতীয় উন্নতমানের শাড়ি ৩৬৯ পিস, উন্নতমানের লেহেঙ্গা ৮৩ পিস, জিরা ৫৭০ কেজি, কসমেটিকস সামগ্রী- ১৭ হাজার ৯৫২ পিস জব্দ করা হয়। এসব অবৈধ চোরাচালানী মালামালের আনুমালিক মূল্য এক কোটি ৮৯ লাখ ছয় হাজার ৮০০ টাকা।

সরাইল ২৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল জাব্বার আহমেদ জানান, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে এবং চোরাচালানসহ সকল ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে বিজিবি। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
