
মোঃ সাইফুর রশিদ চৌধুরী : আজ শনিবার বেলা ৩ টা থেকে ৫ টা পর্যন্ত রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে গোপালগঞ্জ -৩ (টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া) ২ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ও ২ জন প্রার্থী মনোনয়ন স্থগিত বলে ঘোষণা করেছেন গোপালগঞ্জ রিটার্নিং কর্মকর্তা মো. আরিফ-উজ-জামান। এ সময় ৮ জনের মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করেন তিনি।

ওই আসন থেকে ১২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। এরমধ্যে গোবিন্দ চন্দ্র প্রামানিক, রওশন আরা ও হাবিবুর রহমান স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দেন। এছাড়া বাংলাদেশ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত এস এম জিলানী , গন অধিকার পরিষদ মনোনীত আবুল বশার, ইসলামি আন্দোলন বাংলাদেশ মারুফ শেখ, জাতীয় নাগরিক পার্টি মনোনীত মো.আরিফুল দাড়িয়া,ন্যাশনাল পিপলস পার্টি মনোনীত শেখ সালাউদ্দিন,বাংলাদেশ খেলাফত মজলিস আ. আজিজ, গন ফোরাম মনোনীত দুলাল চন্দ্র বিশ্বাস, খেলাফত মজলিস মনোনীত আলি আহমেদ ও বাংলাদেশ জামায়েতে ইসমালি এমএম রেজাউল করিম। মনোনয়ন পত্র জমা দেন।
আজ শনিবার বেলা ৩ থেকে ৫ পর্যন্ত রিটারিং কর্মকর্তা ও গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে সংসদীয় আসন- ২১৭ গোপালগঞ্জ -৩ ( টুঙ্গিপাড়া -কোটালীপাড়া ) প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ওই ২ প্রার্থীর মনোনয়ন বাতিল ও ২ প্রার্থীর মনোনয়ন স্থগিত বলে ঘোষনা করা হয়।

স্বতন্ত্র প্রার্থী হিসেবে ওই আসনের মোট ভোটারের মধ্যে এক শতাংশ ভোটারের স্বাক্ষর জমা দেয়ার বিধান রয়েছে। কিন্তু ওই এক শতাংশ স্বাক্ষরের সঠিক না থাকায় গোবিন্দ চন্দ্র প্রামানিক ও রওশন আরাকে অবৈধ ঘোষণা করা হয়।

এছাড়া, নতুন ব্যাংক একাউন্ট না থাকায় গন ফোরাম মনোনীত দুলাল চন্দ্র বিশ্বাস ও হলফনামায় সম্পদের হিসাব না দেওয়ায় বাংলাদেশ খেলাফত মজলিস আ.আজিজের মনোনয়ন স্থগিত করেছেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা ম্যাজিস্ট্রেট মো.আরিফ-উজ-জামান।
এদিন বেলা ১০ টা থেকে ১২ পর্যন্ত গোপালগঞ্জ-১ ও বেলা ১২ টা থেকে ২ টা পর্যন্ত গোপালগঞ্জ -২ আসনের প্রার্থীদের মনোনয়ন পত্র যাচাই-বাছাই হয়েছে।
