বাগেরহাট-৪ আসনে পাঁচটি মনোনয়নপত্র বৈধ একটি বাতিল ঘোষণা

Uncategorized খুলনা গ্রাম বাংলার খবর বিশেষ প্রতিবেদন রাজনীতি সংগঠন সংবাদ সারাদেশ

নইন আবু নাঈম তালুকদার (শরণখোলা)  :  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট – ৪ সংসদীয় আসনে যাচাই-বাছাইয়ে পাঁচটি মনোনয়নপত্র বৈধ ঘোষণা ও একটি মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।


বিজ্ঞাপন

৩ ডিসেম্বর সকাল দশটায় বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রম সম্পন্ন করেন।

জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা যায়, বাগেরহাট -৪ সংসদীয় আসন – ৯৮ শরণখোলা – মোড়লগঞ্জ উপজেলা নিয়ে গঠিত। এ আসনে বিএনপি’র প্রার্থী সোমনাথ দে, জামাত ইসলামী পক্ষে অধ্যক্ষ আব্দুল আলিম, জাতীয় পার্টির সাজন কুমার মিস্ত্রি, ইসলামী আন্দোলনের ওমর ফারুক নুরী, জাতীয় সমাজতান্ত্রিক দল বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ খান ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে কাজী খাইরুজ্জামান শিপন মনোনয়নপত্র জমা দেন।


বিজ্ঞাপন

আজ শনিবার ৩ ডিসেম্বর সকাল দশটায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে রিটার্নিং কর্মকর্তা যাচাই-বাছাই শেষে এর মধ্য থেকে পাঁচটি মনোনয়নপত্র বৈধ ঘোষণা করলেও স্বতন্ত্র প্রার্থী কাজী খায়রুজ্জামান শিপন এর মনোনয়নপত্র বাতিল করেন। এ বিষয়ে জানতে চাইলে জেলা প্রশাসকের কার্যালয়ের এক কর্মকর্তা বলেন, এক পার্সেন্ট ভোটের তালিকা যে জমা দেওয়া হয়েছে সেখানে গরমিল হওয়ায় তার মনোনয়ন পত্র বাতিল করা হয়।


বিজ্ঞাপন

এ ব্যাপারে শরনখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহিদ হাসান ও ভারপ্রাপ্ত নির্বাচন কর্মকর্তা মোঃ মইনুদ্দিন বলেন, ছয়টি মনোনয়ন পত্রের মধ্যে পাঁচটি বৈধ ঘোষণা করা হয়েছে এবং একটি বাতিল করা হয়েছে। অন্য একটি সূত্রে জানা গেছে যাদের মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে তারা চাইলে আগামী ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারির মধ্যে আপিল করতে পারবেন।

এ ব্যাপারে স্বতন্ত্র প্রার্থী কাজী খায়রুজ্জামান শিপন বলেন ১% ভোটারের তালিকায় যাচাই-বাছাইয়ে গরমিল দেখিয়ে আমার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তবে ওই বিষয়টিতে যে তথ্য দেওয়া হয়েছে তা আমার জানামতে সঠিক। তাই বিষয়টি পূর্ণ বিবেচনায় যাতে মনোনয়ন পত্র বৈধ হয় সেজন্য তিনি আবার আপিল করবেন বলে জানান।

👁️ 46 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *