লক্ষ্মীপুর-রায়পুরে যুবদলের কেন্দ্রীয় নেতা হারুন অর রশিদ হিরোর নির্বাচনী গণসংযোগ

Uncategorized গ্রাম বাংলার খবর জাতীয় বিশেষ প্রতিবেদন রাজনীতি সংগঠন সংবাদ সারাদেশ

নিজস্ব প্রতিনিধি (লক্ষ্মীপুর) :  আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপোষহীন জননেত্রী “মাদার অব ডেমোক্রেসি” সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন মরহুম বেগম খালেদা জিয়ার লক্ষ্মীপুর- ২ (রায়পুর) আসন পুনরুদ্ধারের লক্ষ্যে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান লক্ষ লক্ষ তারুণ্যের আইডল তারেক রহমানের নির্দেশে লক্ষ্মীপুরের রায়পুরে ধানের শীষের পক্ষে ব্যাপক গণসংযোগ করেছেন কেন্দ্রীয় যুবদলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হারুন অর রশিদ হিরো।


বিজ্ঞাপন

লক্ষ্মীপুর-২ আসনের বর্তমান বিএনপি’র প্রার্থী সাবেক এমপি আবুল খায়ের ভূঁইয়ার পক্ষে সোনাপুর ও চরমোহনা ইউনিয়নে বিভিন্ন স্থানে গিয়ে সাধারণ মানুষের সাথে কুশল বিনিময়, লিফলেট বিতরণ এবং পথসভা করছেন তিনি।

তিনি রায়পুর চরমোহনা ইউনিয়নের বাসিন্দা এলাকায় বিএনপির একজন তরুণ ও প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত। এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক সৈয়দ রশিদুল হাসান লিংকন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপির সভাপতি নাজমুল ইসলাম মিঠু ও উপজেলা যুবদলের আহবায়ক আকবর হোসেন আরমান প্রমুখ।


বিজ্ঞাপন

গণসংযোগকালে তিনি বলেন, বাংলাদেশকে সারা বিশ্বের মধ্যে রোল মডেল হিসেবে একটি উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত করার জন্য সবকিছু করবেন।


বিজ্ঞাপন

দুর্নীতিমুক্ত উন্নয়নশীল একটি সুন্দর ও সোনার বাংলাদেশ গড়ার জন্য বিএনপি ছাড়া এ দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের অধিকার সুরক্ষায় আর কেউ নেই। তারেক রহমানই ভবিষ্যৎ বাংলাদেশের আশা ও ভরসা।

দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বেই দেশে গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দেশের মানুষ ধানের শীষের বিজয়ের দিকে তাকিয়ে আছেন।

তাই আসুন দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে হাতে হাত রেখে ধানের শীষের প্রার্থীকে বিপুল ভোটে বিজয়ী করি। গণসংযোগে স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

👁️ 28 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *