*নৌপরিবহন অধিদপ্তরে আওয়ামী ফ্যাসিবাদের প্রেতাত্মা ! ছাত্রলীগ নেতাকে গোপন প্রাইজ পোস্টিং, জুলাই গণঅভ্যুত্থানের চেতনার সাথে বিশ্বাসঘাতকতা?*

Uncategorized অনিয়ম-দুর্নীতি অপরাধ আইন ও আদালত জাতীয় ঢাকা বিশেষ প্রতিবেদন রাজধানী

নিজস্ব প্রতিবেদক : নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীন নৌপরিবহন অধিদপ্তরে এখনও ঘুরে বেড়াচ্ছে পতিত আওয়ামী ফ্যাসিবাদী শাসনের প্রেতাত্মা। গত ৫ আগস্ট ২০২৪-এর বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন  সংগ্রামের ফলে সাবেক আওয়ামী ফ্যাসিবাদী সরকারের পতনের পর রাষ্ট্রযন্ত্রে সংস্কারের জোয়ার বইলেও, বিস্ময়করভাবে এই গুরুত্বপূর্ণ অধিদপ্তরে এখনো লাগেনি সংস্কারের স্পর্শ।


বিজ্ঞাপন

ফলে আওয়ামী আমলের দোসর ও সুবিধাভোগীরা আজও বহাল তবিয়তে দখলে রেখেছে লোভনীয় পদ-পদবি। নৌপরিবহন মন্ত্রণালয়ে একজন সাবেক সেনা কর্মকর্তা উপদেষ্টা হিসেবে দায়িত্বে থাকলে ও, অভিযোগ উঠেছে—তাকে ভুল বুঝিয়ে একের পর এক এমন আদেশ জারি করানো হচ্ছে, যা জুলাই গণঅভ্যুত্থানের চেতনার পরিপন্থী। এতে ক্ষোভে ফুঁসছে গণঅভ্যুত্থানের ছাত্র-জনতা।

অধিদপ্তরের মহাপরিচালক নৌবাহিনীর একজন দক্ষ কর্মকর্তা হলেও, বাস্তবে ফাইল ওয়ার্ক নিয়ন্ত্রণ করছে আওয়ামী ঘরানার কয়েকজন প্রভাবশালী সার্ভেয়ার। ফলাফল—নৌপরিবহন অধিদপ্তরের কার্যক্রম জনবান্ধব হওয়ার বদলে ফেরত যাচ্ছে পুরনো ফ্যাসিবাদী কাঠামোয়।


বিজ্ঞাপন

ছাত্রলীগ নেতাকে প্রাইজ পোস্টিং নিয়ে অধিদপ্তরে তোলপাড় : গত ২৩ জানুয়ারি ২০২৬ তারিখে নৌপরিবহন অধিদপ্তর থেকে এক তৃতীয় শ্রেণীর কর্মচারীকে নারায়ণগঞ্জ সার্ভে অফিসে প্রাইজ পোস্টিং দেওয়া হয়। যার স্মারক নম্বর  : ১৮.১৭.০০০০.০০০.০২৯.১৮.০০০১.২২.৩৮, তারিখ: ২৩/০১/২০২৬। এই আদেশ ঘিরে অধিদপ্তরে সৃষ্টি হয়েছে তীব্র তোলপাড়।


বিজ্ঞাপন

কে এই আ.ন.ম শাহরিয়ার লস্কর  ?  সূত্র জানায়, প্রাইজ পোস্টিং পাওয়া কর্মচারীর নাম আ.ন.ম শাহরিয়ার লস্কর। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক নেতা। আওয়ামী লীগের সাবেক নৌমন্ত্রী মোঃ শাহজাহান খান ছাত্রলীগ কোটায় তাকে চাকরি দেন।

অভিযোগ রয়েছে, আওয়ামী লীগ সরকারের আমলে দলীয় ক্ষমতার দাপটে তিনি নানা অনিয়ম ও অপকর্মে জড়িয়ে পড়েন।
তার বিরুদ্ধে একাধিকবার সংবাদপত্রে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। চাপের মুখে তাকে একসময় চট্টগ্রামে বদলি করা হয়।

চট্টগ্রাম পোস্টিংয়েও অনিয়মের অভিযোগ : চট্টগ্রামে দায়িত্ব কালে ও তিনি কর্মস্থলে নিয়মিত না গিয়ে ঢাকায় বসে নৌযান মালিকদের সঙ্গে আড্ডা ও তদবিরে ব্যস্ত থাকতেন। বিভিন্ন ফাইল নিয়ে প্রভাব খাটানোর অভিযোগ উঠলে, শেষ পর্যন্ত তাকে প্রধান কার্যালয়ে প্রত্যাহার করা হয়।

এখন প্রশ্ন একটাই : কোন খুঁটির জোরে একজন স্বৈরাচারী শাসনের দোসর, সাবেক ছাত্রলীগ নেতা, বারবার পাচ্ছেন প্রাইজ পোস্টিং? নৌপরিবহন অধিদপ্তর কি আওয়ামী ফ্যাসিবাদের গ্রাসমুক্ত হবে না ? এই অধিদপ্তর কি জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে না?

ছাত্র-জনতার দাবি :  জুলাই গণঅভ্যুত্থানের ছাত্র ও জনতা নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা, সচিব এবং নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালকের তাৎক্ষণিক ও দৃষ্টান্তমূলক পদক্ষেপ দাবি করেছেন।

👁️ 23 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *