
অভয়নগর (যশোর) প্রতিনিধি : ৮৮/যশোর-৪ সংসদীয় আসনে দশদলীয় ঐক্যজোট তথা বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যাপক গোলাম রসুলের পক্ষে দাড়িপাল্লা মার্কার সমর্থনে অভয়নগরের বাঘুটিয়া ইউনিয়নে অনুষ্ঠিত নির্বাচনী পথসভায় জনতার ঢল নেমেছে।

সন্ধ্যা ৬টায় বাঘুটিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে সিঙ্গাড়ী বাজারে আয়োজিত এ পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা আমীর ও উক্ত আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক গোলাম রসুল। সভায় সভাপতিত্ব করেন শুভরাড়া ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর সর্দার শরিফ হোসেন, জেলা শূরা সদস্য ও সহকারী সেক্রেটারি মোস্তফা কামাল, জামায়াত নেতা ও শুভরাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা জহুরুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক ও জামায়াত নেতা মো. মতিয়ার রহমান এবং উপজেলা যুব বিভাগের সভাপতি মো. মাসুদ রানা।

এছাড়াও দশদলীয় ঐক্যজোটের যুগ্ম সমন্বয়ক ও এনসিপির সমন্বয়ক শাহজাহান কবীর, খেলাফতে মজলিসের নেতা মাওলানা আব্দুল মান্নান, সেক্রেটারি মাওলানা জাকারিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

পথসভায় বিপুলসংখ্যক নেতাকর্মী ও স্থানীয় জনসাধারণের অংশগ্রহণে সিঙ্গাড়ী বাজার এলাকা অল্প সময়েই জনসমুদ্রে পরিণত হয়।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক গোলাম রসুল বলেন, “আমরা ন্যায় ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়তে চাই। যুবকদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করা হবে এবং ব্যক্তিগত পরিচয়ের কারণে আইনের প্রয়োগে কোনো বৈষম্য থাকবে না।” তিনি এ সময় পার্শ্ববর্তী হাসপাতালকে ১০০ শয্যায় উন্নীত করার বিষয়ে সর্বাত্মক উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দেন।
অন্যান্য বক্তারাও তাঁদের বক্তব্যে সুশাসন, সামাজিক ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।
