গোপালগঞ্জ জেলার বাজার তদারকি অভিযান

সারাদেশ

নিজস্ব প্রতিনিধি : শনিবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মহোদয়ের সার্বিক নির্দেশনায় গোপালগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শামীম হাসান এর নেতৃত্ব গোপালগঞ্জ সদরের বড়বাজার ও পোস্ট অফিস মোড় বাজার তদারকি অভিযান পরিচালিত হয়। এ সময় মূল্য তালিকা না টাঙানো ও মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ৪ টি প্রতিষ্ঠান কে ৫০০০/- টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। এছাড়া সবজির বাজারে মূল্য তালিকা হাল নাগাদ আছে কিনা তা ভাউচার দেখে যাচাই বাছাই করা হয়।
সহযোগিতায় গোপালগঞ্জ সদর উপজেলার পুলিশের সদস্যবৃন্দ এবং ক্যাব গোপালগঞ্জ শাখার সাধারণ সম্পাদক মোঃ মোজাহারুল হক বাবলু। জনস্বার্থে এ তদারকি অব্যাহত থাকবে।


বিজ্ঞাপন
👁️ 9 News Views