ডিএনসি ঢাকা মেট্রো’র অভিযান

অপরাধ আইন ও আদালত

নিজস্ব প্রতিনিধি : রোববার যাত্রাবাড়ী হতে খুরশিদা বেগম ওরফে খুশি (৪২), স্বামীঃ মোঃ মোবারক, সাং নবীপুর বাজার, থানাঃ মুরাদনগর, জেলাঃ কুমিল্লা কে ৫০০০ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে। মামলার নেতৃত্ব দেন ঢাকা মেট্রো কার্যালয় (দক্ষিণ) এর মতিঝিল সার্কেলের পরিদর্শক মো. সুমনুর রহমান।


বিজ্ঞাপন
👁️ 21 News Views