ফরিদপুরে মাদকসহ ২ আসামি গ্রেফতার

অপরাধ ঢাকা সারাদেশ

নিজস্ব প্রতিনিধি : রোববার ফরিদপুর জেলার কোতোয়ালি থানাধীন আলীপুরস্থ আসামি মীর আরিফুজ্জামান (৪৫), পিতাঃ মৃত এএসএম ওয়াহিদুজ্জামান এর নিজ দখলীয় দোতলা বাড়ির একটি কক্ষে দন্ডায়মান অবস্থায় দেহ তল্লাশি করে ১৩৪(একশত চৌত্রিশ ) পিস ইয়াবা এবং খাটের নিচে প্লাস্টিকের বস্তার মধ্য হতে ১০০(একশত) বোতল ফেন্সিডিল উদ্ধারপূর্বক তাকে আটক করা হয়।
ব্যাপক জিজ্ঞাসাবাদ এবং বিশেষ কৌশলে তার মাধ্যমে আসামি রাসেল মোল্লা(২১), পিতাঃ মৃত রজব আলী মোল্লা, মৃধা ডাঙ্গা, গোয়ালন্দ, রাজবাড়ীকে ৬০০(ছয়শত) পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। আসামিদের বিরুদ্ধে যথাক্রমে পরিদর্শক রাসেল আলী এবং উপপরিদর্শক রাজা মিয়া বাদী হয়ে কোতয়ালী থানায় দুটি নিয়মিত মামলা দায়ের করেন।


বিজ্ঞাপন
👁️ 3 News Views