নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সেমিনার অনুষ্ঠিত

সারাদেশ

নিজস্ব প্রতিনিধি : মঙ্গলবার বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আয়োজনে এবং উপজেলা প্রশাসন, ভালুকা, ময়মনসিংহ এর সহযোগিতায় ভালুকা উপজেলা পরিষদ সেমিনার রুমে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে খাদ্যের নিরাপদতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।
উক্ত সেমিনারে প্রধান অতিথি ছিলেন আলহাজ্ব মোঃ আবুল কালাম আজাদ, চেয়ারম্যান, উপজেলা পরিষদ, ফুলবাড়ীয়া, ময়মনসিংহ।


বিজ্ঞাপন

সভাপতিত্ব করেন সালমা খাতুন, উপজেলা নির্বাহী অফিসার, ফুলবাড়ীয়া, ময়মনসিংহ।

এছাড়াও আরও উপস্থিত ছিলেন মোঃ মাইনউদ্দিন, সহকারী কমিশনার (ভূমি), ভালুকা; সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা, উপজেলা প্রাণিসম্পদ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তাসহ উপজেলার বিভিন্ন কর্মকর্তাবৃন্দও উপস্থিত ছিলেন।

বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, শিক্ষক প্রতিনিধি, সাংবাদিকবৃন্দ, সাধারণ ভোক্তা, হোটেল-রেস্তোরা ব্যবসায়ী, মৎস্য-পোল্ট্রি ব্যবসায়ী, ফল-সবজি ব্যবসায়ী, বেকারিসহ বিভিন্ন খাদ্য স্থাপনার প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

উক্ত সেমিনারটি সঞ্চালনা এবং খাদ্যের নিরাপদতা বিষয়ক প্রেজেন্টেশন প্রদান করেন মোঃ আতিকুর রহমান, জেলা নিরাপদ খাদ্য অফিসার, ময়মনসিংহ।

০৪ জানুয়ারি ২০২১ খ্রিস্টাব্দে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের উদ্যোগে মুজিব বর্ষ উপলক্ষে কোভিড-১৯ এর স্বাস্থ্যবিধি অনুসরণ করে কুষ্টিয়া জেলার খোকশা উপজেলায় জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে খাদ্যের নিরাপদতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।
উক্ত সেমিনারে সভাপতিত্ব করেন খোকশা উপজেলা নির্বাহী অফিসার মেজবাহ উদ্দিন ।

অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান , উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, ব্যবসা- মালিক সমিতি প্রতিনিধি, সাংবাদিকবৃন্দ ও সাধারণ ভোক্তা।