র‍্যাব-১২’র দুস্থদের মাঝে খাদ্য বিতরণ

অপরাধ

নিজস্ব প্রতিনিধি : বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে র‍্যাব ফোর্সেস এর পক্ষ থেকে সারাদেশে পালিত হচ্ছে “র‍্যাব সেবা সপ্তাহ।” র‍্যাব সেবা সপ্তাহের অংশ হিসেবে আজ পালিত হয়েছে খাদ্য বিতরণ কর্মসূচি।


বিজ্ঞাপন

সারাদেশের অন্যান্য র‍্যাব ব্যাটালিয়নের মতো র‍্যাব-১২ এর পক্ষ থেকেও পালন করা হয়েছে এ কর্মসূচি। আজ (১০ জানুয়ারি, ২০২১) র‍্যাব-১২ এর আওতাধীন পাঁচটি জেলা তথা সিরাজগঞ্জ, পাবনা, কুষ্টিয়া, বগুড়া ও টাঙ্গাইলে একযোগে পালন করা হয় এ কর্মসূচি। এ কর্মসূচির আওতায় পাঁচটি জেলার কয়েকশো হতদরিদ্র দুস্থ মানুষের মাঝে খাদ্য বিতরণ করা হয়। আজ সকালে র‍্যাব-১২ এর সম্মানিত অধিনায়ক মোঃ রফিকুল হাসান গণি, এ্যাডিশনাল ডিআইজি সিরাজগঞ্জের রেলস্টেশন এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করেন।একই সাথে বগুড়া, টাঙ্গাইল, কুষ্টিয়া ও পাবনায় এ খাদ্য বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করেন র‍্যাব-১২ এর স্ব স্ব সিপিসি’র কোম্পানি কমান্ডারগণ।

 

👁️ 9 News Views