দুদক এনফোর্সমেন্ট ইউনিটের অভিযান

অপরাধ

নিজস্ব প্রতিনিধি : নাটোর জেলার সিংড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে জনস্বার্থ ও পরিবেশের স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করে এবং পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই সম্পূর্ণ বেআইনিভাবে সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় “দেশ মেডিকেল সেন্টার” ও “সেবা মেডিকেল কমপ্লেক্স” নামীয় দুইটি প্রাইভেট হাসপাতাল পরিচালনা করছে; এমন অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, রাজশাহীর এনফোর্সমেন্ট টিম বর্ণিত অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট দপ্তর থেকে তথ্য-উপাত্ত সংগ্রহ করে। প্রাপ্ত তথ্যসমূহ পর্যালোচনা করে অভিযোগের প্রাথমিক সত্যতা পায় দুদক টিম। বর্ণিত প্রাইভেট হসপিটাল দু’টি স্থাপনে সরকারি নীতিমালা, স্বাস্থ্য অধিদপ্তরের অনুমতি এবং পরিবেশ অধিদপ্তর হতে ছাড়পত্র নেয়ার ক্ষেত্রে কোনরূপ অনিয়ম বা দুর্নীতি সংঘটিত হয়েছে কি-না; সে বিষয়টি অধিকতর নিশ্চিত হওয়ার লক্ষ্যে সংশ্লিষ্ট দপ্তর সমূহ হতে আরও রেকর্ডপত্র সংগ্রহপূর্বক পরবর্তীতে বিস্তারিত পর্যালোচনা করে কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে দুদক টিম।


বিজ্ঞাপন

এছাড়া, যশোর সদর হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে রোগীদের আলট্রাসনোগ্রাফি বাবদ সরকারি নির্ধারিত ফি’র অতিরিক্ত ফি আদায়, ঝিনাইদহ জেলার ১৩টি উপস্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসকদের বিরুদ্ধে সেবা নিতে আসা রোগীদের হয়রানি, ডিউটির সময়ে কর্মস্থলে দায়িত্ব পালন না করে অন্যত্র প্রাইভেট প্র্যাকটিস করা এবং মৌলভীবাজার সদর হাসপাতালের ডাক্তারদের বিরুদ্ধে হাসপাতালে অনুপস্থিত থেকে রোগীদের চিকিৎসা সেবা না দিয়ে হয়রানি সংক্রান্ত দুদক এনফোর্সমেন্ট ইউনিটে আগত অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে কমিশনকে অবহিত করার নিমিত্ত সিভিল সার্জন, যশোর-ঝিনাইদহ ও মৌলভীবাজার বরাবর পত্র প্রেরণ করা হয়েছে।