দুই সপ্তাহের মধ্যে লক ডাউনের সুফল জাতি দেখতে পারবে

জাতীয় স্বাস্থ্য

নিজস্ব প্রতিনিধি : লকডাউন নিয়ে নানা কথা হচ্ছে, সমালোচনা হচ্ছে পৃথিবীর সব দেশেই এটা হয়েছে এবং হবে । কোথাও লকডাউন ভালো ভাবে হয়েছে, কোথাও হয়নি ।


বিজ্ঞাপন

এখানে একটা কথা মনে রাখতে হবে যে, লকডাউনে আংশিক সফলতাও কিন্তু একটা বড় অর্জন । এতে করে ইনফেকশনের অসংখ্য চেইন ভেঙ্গে দেয়া সম্ভব হবে এবং নিদেন পক্ষে ইনফেকশনের গতি কমিয়ে দেয়া যাবে । ইনফেকশনের গতি কমিয়ে দেয়া গেলে হাসপাতালে সীটের অভাব হবেনা, চিকিৎসার অভাবে মানুষ মারা যাবেনা, অনেক জীবন বেঁচে যাবে ।

সমালোচনা অবশ্যই করবো । কিন্তু শুধু সমালোচনা না করে সবার চেষ্টা করতে হবে যাতে লকডাউন যতোটা সম্ভব সফল হয় । আমরা সবাই লকডাউন মেনে চলার চেষ্টা করবো এবং অন্যকে মানার ব্যাপারে উৎসাহ দিবো । একান্ত প্রয়োজন ছাড়া বাসার বাইরে যাবো না । এটা স্বাভাবিক সময় নয় । অস্বাভাবিক সময়ে অস্বাভাবিক কাজ করতে হয় ।

আমরা যদি বিশ্বাস করি যে, একটা জীবনেরও মূল্য আছে, তবে ছোট বা বড়, পুরোপুরি সফল বা আংশিক সফল, কোন চেষ্টাই ব্যর্থ নয় ।

দুই সপ্তাহের মধ্যে লকডাউনের সুফল দেখতে পাবো । আর এর আগেই যদি ইনফেকশন কমে, তবে বুঝতে হবে সবচেয়ে খারাপ সময় আমরা এবারের মতো পার করেছি ।