স্কয়ার ফার্মার বিরুদ্ধে ডোজ প্রতারণা ও রিপ্যাকিংয়ের অভিযোগে সংবাদ সম্মেলন শনিবার  : অভিযোগ- খাদ্য শৃঙ্খল নষ্ট হচ্ছে, মানবদেহে পড়ছে ক্ষতিকর প্রভাব

Uncategorized অনিয়ম-দুর্নীতি অপরাধ আইন ও আদালত কর্পোরেট সংবাদ গ্রাম বাংলার খবর জাতীয় ঢাকা বানিজ্য বিজ্ঞান ও প্রযুক্তি বিশেষ প্রতিবেদন রাজধানী সারাদেশ স্বাস্থ্য

নিজস্ব প্রতিবেদক  :  বাংলাদেশের শীর্ষ ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের বিরুদ্ধে ডোজ প্রতারণা ও অবৈধ রিপ্যাকিংয়ের গুরুতর অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিস্তারিত তথ্য উপস্থাপন করতে আগামী শনিবার (১৫ নভেম্বর ২০২৫) সকাল ১১টায়, রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।


বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনের আয়োজক দেশের একমাত্র জিরো এন্টিবায়োটিক ও ফ্রি রেঞ্জ ব্রয়লার ও কালার বার্ড খামার — অর্গানিক চিকেন পোল্ট্রি ফার্ম।

অভিযোগের বিস্তারিত  : খামার কর্তৃপক্ষ জানিয়েছে, তারা গত চার বছর ধরে সুইজারল্যান্ডভিত্তিক কোম্পানি লাইফ সার্কেল নিউট্রিশন-এর তৈরি হার্বাল কক্সিডিউস্ট্যাট ‘হার্ব-অল-কক্স’ ব্যবহার করে আসছে। এই পণ্যটি বাংলাদেশে আমদানি ও বাজারজাত করে স্কয়ার ফার্মাসিউটিক্যালস।


বিজ্ঞাপন

অভিযোগে বলা হয়েছে, স্কয়ার ফার্মা উক্ত উপাদানের ডোজ কমিয়ে (আন্ডার ডোজ) এবং অবৈধভাবে রি-প্যাকিং করে বাজারজাত করেছে। এর ফলে খামারে পাখির রোগপ্রতিরোধ ক্ষমতা কমে গেছে, উৎপাদন ব্যাহত হয়েছে এবং প্রতিষ্ঠানটি বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছে।


বিজ্ঞাপন

খাদ্য শৃঙ্খল বিপর্যয়ের আশঙ্কা :  খামারটির মালিক লিখিত বক্তব্যে জানান, ডোজ প্রতারণা শুধু আর্থিক ক্ষতি নয়, বরং এটি দেশের খাদ্য শৃঙ্খলকেও মারাত্মকভাবে বিপর্যস্ত করছে।

তিনি বলেন,  “প্রাণিসম্পদ খাতে এ ধরনের প্রতারণা অব্যাহত থাকলে অ্যান্টিবায়োটিক-মুক্ত ও স্বাস্থ্যসম্মত খাদ্য উৎপাদনের যে উদ্যোগ আমরা নিয়েছিলাম, তা ধ্বংস হয়ে যাবে। পোল্ট্রি মাংসের মাধ্যমে এসব ক্ষতিকর উপাদান মানুষের শরীরে প্রবেশ করে গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে।”

মানবদেহে ক্ষতিকর প্রভাব : বিশেষজ্ঞদের মতে, ডোজ কমানো বা ভেজাল উপাদান ব্যবহারের কারণে প্রাণীর শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস পায় এবং ব্যাকটেরিয়া ধীরে ধীরে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট হয়ে ওঠে। এর ফলে সেই প্রাণিজ খাদ্য গ্রহণের মাধ্যমে মানুষের শরীরেও অ্যান্টিবায়োটিক প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে, যা চিকিৎসা ব্যবস্থার জন্য ভয়াবহ হুমকি।

আইনি পদক্ষেপের আহ্বান : সংবাদ সম্মেলনে স্কয়ার ফার্মার কথিত প্রতারণার প্রমাণাদি, ক্ষতির বিস্তারিত বিবরণ এবং সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আইনি ও প্রশাসনিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হবে।

এছাড়া সাংবাদিক, ফটো সাংবাদিক ও ক্যামেরাপার্সনদের সংবাদ সম্মেলনে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

প্রেক্ষাপট :  স্কয়ার ফার্মাসিউটিক্যালস বাংলাদেশের সবচেয়ে বড় ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোর একটি, যাদের পণ্য দেশ ও বিদেশে সমান জনপ্রিয়। তবে সাম্প্রতিক বছরগুলোতে ওষুধের মান, প্যাকেজিং ও আমদানি পদ্ধতি নিয়ে নানা সময়ে প্রশ্ন উঠেছে।

👁️ 112 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *