পৃথিবীর সকল মুসলিমদের হেফাজত করুন!

অন্যান্য

মোঃ আমিনুল ইসলাম : নিউইয়র্কের রাস্তায় এক ভদ্রমহিলা হেঁটে যাচ্ছিলেন। রাস্তার পাশে তিনি দেখতে পেলেন, একটা বাচ্চা ছেলে বেলুন নিয়ে খেলছে। হঠাৎ একটা পাগলা কুকুর কোথা থেকে এসে ছেলেটাকে আক্রমন করে বসলো। ছেলেটা চিৎকার করে সাহায্য চাচ্ছিলো, কিন্তু রাস্তার কোন লোকই তাকে সাহায্য করতে এগিয়ে যাচ্ছিলো না। এটা দেখে মহিলাটি বাচ্চাটাকে সাহায্য করতে ঝাঁপিয়ে পড়লো।


বিজ্ঞাপন

বেশ কিছুক্ষণ রক্তারক্তি যুদ্ধের পরে কুকুরটা মারা গেল, এবং ভদ্র মহিলাটি ছেলেটার জীবন রক্ষা করলো। রাস্তায় তখন অনেক মানুষ জমে গেছে, তাদের মুহুর্মুহ করতালিতে তখন রাস্তা সরগরম। সবাই ভদ্রমহিলাকে খুব অভিবাদন জানালো, এই রকম বীরোচিত কাজ করার জন্য বীর উপাধী দিয়ে দিলো।

ততক্ষণে সংবাদিকরা চলে এসেছে। তারা ঘটনাস্থলের ছবি তুলে ভদ্র মহিলার ও ছবি তোলা শুরু করলো। ভদ্রমহিলাকে বললো, “আগামীকাল নিউইয়র্ক টাইমসে আপনার ছবি সহকারে এই ঘটনাটাই হেডলাইন হবে। হেডলাইনটি হবে এই রকমঃ

নিউইয়র্কের অসীম সাহসী নাগরিকের অসাধারন বীরত্ত্বে বেঁচে গেল একটি শিশু”।
ভদ্রমহিলা বললেন, ” কিন্তু আমি তো নিউইয়র্কের অধিবাসী নই”।

সাংবাদিকরা বললো, নো প্রবলেম, হেডলাইনে যাবেঃ
“আমেরিকার অসীম সাহসী এক নাগরিকের অসাধারন বীরত্ত্বে বেঁচে গেল একটি শিশু”
ভদ্রমহিলা আবার বললেন,
” কিন্তু আমি তো আমেরিকার নাগরিকও নই”

সাংবাদিকরা বললো, ” কোন সমস্যা নেই, আপনি কোথাকার অধিবাসী এবং আপনার নাম কি সেটা লিখে দিয়ে যান, সে অনুসারেই হেডলাইন হবে”।
ভদ্রমহিলা বললেন, ” আমি ফিলিস্তিনের অধিবাসী, আমার নাম আসমা বিনতে উবাইদ”।
পরের দিন নিউইয়র্ক টাইমসের হেডলাইন হলোঃ

প্যালেস্টাইনের এক মৌলবাদী নারী মুসলিম টেরোরিস্টের নৃশংস ছুরিকাঘাতে নির্মমভাবে মৃত্যবরণ করলো একটি অবলা কুকুর।

রূপক ভাবে বললেও এটাই মুসলমানদের প্রতি বাস্তব ষড়যন্ত্র! আল্লাহ পৃথিবীর সকল মুসলিমদের হেফাজত করুন! সংগৃহীত।