এস,এম,মোস্তাক আহমেদ খান : দেখতে দেখতে পুলিশে পার হয়ে গেল বিশটি বছর। ২০০১ সালের ৩১ মে ছিল সহকারী পুলিশ সুপার পদে যোগদানের তারিখ। তারপর প্রশিক্ষণ, পোস্টিং, মিশন, হলি আর্টিজান আরো কত কি! আজ মনে হচ্ছে কত দ্রুতই না পার হয়ে গেল দিনগুলো! প্রশান্তির জায়গাটি হলো, কতটুকু করতে পেরেছি মানুষের জন্য, বিবেকের কাছে এই প্রশ্নের স্বচ্ছতা। জনসেবায় প্রত্যাশা প্রাপ্তির পার্থক্য থাকলেও বলতে পারি চেষ্টা করেছি। সামনে আরো চেষ্টা করব, এই আশা থাকল। ২০ বছরের পেশাদারিত্বের এই শুভক্ষণে আমার সকল ব্যাচমেট, শুভাকাঙ্খীর প্রতি রইল আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। ভালোবাসি বাংলাদেশ।

👁️ 1 News Views
