বদলি ও চাকরি হতে অবসরজনিত বিদায় সংবর্ধনা

অপরাধ

নিজস্ব প্রতিনিধি : মোঃ আফজালুল ইসলাম,পুলিশ পরিদর্শক, (নিরস্ত্র) হতে সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি সূত্রে ইন্ডাস্ট্রিয়াল পুলিশে বদলি এবং পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোঃ আব্দুল মজিদ (প্রমানিক) ও কনস্টেবল মোঃ তোফাজ্জল হোসেন আকন্দ দ্বয়ের চাকরি হতে বদলী জনিত বিদায় সংবর্ধনা।


বিজ্ঞাপন

গত সোমবার পুলিশ লাইন্স নীলফামারী ড্রিল সেডে অনুষ্ঠিত পদোন্নতি সূত্রে বদলি ও চাকরি হতে বদলী জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার, নীলফামারী মোহাম্মদ মোখলেছুর রহমান বিপিএম,পিপিএম

বদলি ও চাকরি হতে অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার নীলফামারী তাঁর বক্তব্যে শুরুতে টিম নীলফামারীর অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য মোঃ আফজালুল ইসলাম,পুলিশ পরিদর্শক, (নিরস্ত্র) হতে সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি সূত্রে ইন্ডাস্ট্রিয়াল পুলিশে বদলি হওয়ায় তার স্মৃতিচারণে বলেন মোঃ আফজালুল ইসলাম ছিলেন পেশাগত জীবনে অত্যন্ত প্রত্যয়ী,পরিশ্রমী, আত্মবিশ্বাসী,দক্ষ, গুণী ও মানবিক গুণাবলী সম্পন্ন পেশাদার চৌকশ কর্মকর্তা।

ভবিষ্যৎ কর্মস্থলে যোগদানের মাধ্যমে নীলফামারী জেলা পুলিশ হতে শিক্ষণীয় বিষয় গুলো জনগণের দোরগোড়ায় পৌঁছানোর মাধ্যমে বাংলাদেশ পুলিশ তথা দেশের অগ্রগতিতে বিশেষ ভূমিকা রাখবে।

এছাড়াও পুলিশ সুপার, নীলফামারী বিদায়ী অতিথি মোঃ আফজালুল ইসলাম,পুলিশ পরিদর্শক, (নিরস্ত্র) (সহকারি পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) এর ব্যক্তিগত ও পেশাগত জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করে নতুন কর্মস্থলেও সাফল্যের ধারা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

একই অনুষ্ঠানে চাকরি হতে অবসরজনিত কারণে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোঃ আব্দুল মজিদ (প্রমানিক) ও কনস্টেবল মোঃ তোফাজ্জল হোসেন আকন্দ এর বাংলাদেশ পুলিশ বাহিনীতে তাদের অবদান কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন পুলিশ সুপার, নীলফামারী , এবং অবসর জীবন সুস্থ ও সুন্দরভাবে কাটুক জেলা পুলিশের পক্ষ থেকে এ আশাবাদ ব্যক্ত করেন।

সবশেষে পুলিশ সুপার বিদায়ী অতিথিদের সমৃদ্ধ ভবিষ্যৎ কামনা করে তাদের হাতে স্মৃতি স্মারক তুলে দেন।

বদলি ও চাকরি হতে অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, মোঃ আবদুল্লাহ্ আল- ফারুক (কমান্ড্যান্ট, পুলিশ সুপার)ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, নীলফামারী, লিজা বেগম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন), নীলফামারী, মোহাম্মদ সারোআর আলম, অতিরিক্ত পুলিশ সুপার, সৈয়দপুর-সার্কেল, নীলফামারী, মুহম্মদ মনিরুজ্জামান, শিক্ষানবিশ, সহকারী পুলিশ সুপার, নীলফামারী, সহকারী পুলিশ সুপার মোঃ আফজালুল ইসলাম,নীলফামারী-কোর্ট সহ সকল থানার অফিসার ইনচার্জ, ওসি ডিবি, ডিআইও ১, ট্রাফিক ইন্সপেক্টর, আর-আই, আরওআই সহ জেলার বিভিন্ন ইউনিটের সকল পদমর্যাদার অফিসার-ফোর্স ।

অনুষ্ঠান জুড়ে সঞ্চালনায় ছিলেন মোহাম্মদ সাইফুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার (সদর),নীলফামারী ।