নীলফামারীতে ই-ট্রাফিক প্রসিকিউশন কার্যক্রমের উদ্বোধন

অপরাধ

নিজস্ব প্রতিনিধি : বুধবার পুলিশ সুপারের কার্যালয়, নীলফামারীর কনফারেন্স রুমে সকাল ১১ টায় জেলা পুলিশের আয়োজনে নীলফামারী জেলা ট্রাফিক পুলিশের ই-ট্রাফিক প্রসিকিউশন উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।


বিজ্ঞাপন

উক্ত অনুষ্ঠানে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন অনুষ্ঠানের প্রধান অতিথি রংপুর রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল দেবদাস ভট্টাচার্য্য, বিপিএম। ডিআইজি ভার্চুয়ালি নীলফামারী জেলা ট্রাফিক পুলিশের ই-ট্রাফিক প্রসিকিউশন কার্যক্রম এর শুভ উদ্বোধন করেন।

নীলফামারী জেলা ট্রাফিক পুলিশের ই-ট্রাফিক প্রসিকিউশন কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার, নীলফামারী মোহাম্মদ মোখলেছুর রহমান বিপিএম, পিপিএম এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন লিজা বেগম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন), নীলফামারী, এ.এস. এম. মুক্তারু জ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর- সার্কেল), নীলফামারী ও (অতিরিক্ত দায়িত্বে ডোমার-সার্কেল, নীলফামারী), শাহজাহান চৌধুরী, সভাপতি,জেলা বাস মালিক গ্রুপ, আব্দুল ওয়াহেদ সরকার, সভাপতি,ট্রাক মালিক সমিতি সহ নীলফামারী জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ এবং নীলফামারী জেলা ট্রাফিক বিভাগের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা।

ট্রাফিক পুলিশের মামলা নিস্পত্তি ও জরিমানা প্রদানের ক্ষেত্রে এখন সহজ, দ্রুত, জরিমানার অর্থ প্রদানে স্বচ্ছতা, জনসাধারণের ভোগান্তি কমাতে ট্রাফিক মামলার জরিমানা মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান ‘উপায় ’ মাধ্যমে প্রতিশোধ করা যাবে।