মেলান্দহ পৌরসভার বাজেট ঘোষণা

সারাদেশ

মোস্তাফিজুর রহমান, জামালপুর : জামালপুরের মেলান্দহ পৌরসভার ২০২১/২২ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করছে। ২৭জুন বিকেল ৪টায় পৌর কার্যালয়ে এই বাজেট ঘোষণা করেন মেয়র আলহাজ্ব শফিক জাহেদী রবিন। বাজেটে ৪৪ কোটি ৭৭ লাখ ৫হাজার ৯শ’ ৮৮ টাকা আয়, ৩৯ কোটি ৮৭ লাখ ৯হাজার ৩শ’ ৬৭ টাকা ব্যয় এবং ৪৮ লাখ ৯হাজার ৬শ’ ২১ টাকার ফিরিস্তি দেখানো হয়েছে। বাজেট অধিবশনে বক্তব্য রাখেন-পৌরসচিব শরীফুল ইসলাম ভূইয়া, হিসাব সহকারি মাকসুদুর রহমান শামীম, কাউন্সিলর গোলাম মোস্তফা, রিপোর্টার্স ইউনিটির সভাপতি শাহ্ জামাল ও সাংবাদিক আব্দুল হাই প্রমুখ। বাজেটে স্বল্প ব্যয় মিটার রিডিংয়ের মাধ্যমে মেলান্দহ পৌরবাসীর জন্য বিশুদ্ধ পানি সরবরাহর কথাও বলা হয়।


বিজ্ঞাপন
👁️ 1 News Views