জামালপুরে স্কুল ছাত্রীকে ধর্ষণ, ধর্ষক আটক

অপরাধ

মোস্তাফিজুর রহমান, জামালপুর : জামালপুর শহরের পৌর এলাকার ৬ষ্ঠ শ্রেণী পড়ুয়া এক স্কুল ছাত্রীকে (১২) জোর পূর্বক ধর্ষণের অভিযোগে মিলন মিয়া নামের এক ট্রাক চালককে আটক করেছে পুলিশ।
মিলন মিয়া সদরের শরিফপুর ইউনিয়নের হরিপুর নয়াপাড়া এলাকার মৃত জাহেদ আলীর ছেলে বলে জানা গেছে।
জানা যায়, ধর্ষণের শিকার ওই স্কুলছাত্রী তার নানার বাড়ি থাকতো। সোমবার (২৮ জুন) বিকেলে বাড়িতে কেউ না থাকার সুযোগে প্রতিবেশী যুবক মিলন মিয়া তাকে জোরপূর্বক ধর্ষণের পর পালানোর চেষ্টা করে। ঘটনাটি জানাজানি হলে স্থানীয় এলাকাবাসী মিলন মিয়াকে আটক করে পুলিশে সোপর্দ করে।
পরে সোমবার রাতেই ভুক্তভোগীর মা বাদী হয়ে জামালপুর সদর থানায় একটি ধর্ষণ মামলা করেন।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল ইসলাম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ধর্ষণের ঘটনায় অভিযুক্ত মিলনকে আটক করা হয়েছে এবং থানায় একটি মামলা দায়ের হয়েছে।


বিজ্ঞাপন
👁️ 3 News Views