শেরে বাংলার নামানুসারে ঢাকা বিশ্ববিদ্যালয় একটি চেয়ার প্রতিষ্ঠার দাবী

জাতীয়

নিজস্ব প্রতিবেদক : বরিশাল বিভাগ সমিতির সভাপতি সাবেক সচিব ইতিহাসবিদ সিরাজ উদ্দীন আহমেদ ও সহ সভাপতি আব্দুল আলিম খান এক যৌথ বিবৃতিতে বলেন, ১ জুলাই ১৯২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাতা করেন শেরে বাংলা আবুল কাশেম ফজুল হক। যিনি উপমহাদেশের রাজনীতিতে ও শিক্ষায় বিশেষ ভুমিকা রেখেছেন। শেরে বাংলার অবদান বাঙালি জাতির কাছে চিরস্মরণীয় করে রাখার লক্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আচার্য আবদুল হামিদ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান সহ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট ও সিনেটের কাছে আহ্বান শেরে বাংলা আবুল কাশেম ফজলুল হকের নামানুসারে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শেরে বাংলা চেয়ার করার প্রতিষ্ঠার দাবী। বিবৃতি দাতারা বলেন, যার অবদানে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা পেয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে। সেই শেরে বাংলা আবুল কাশেম ফজলুল হকের বরিশালের বাস ভবন ফ্লোরা হাউজকে উদ্ধার করে শেরে বাংলা একাডেমি ও শেরে বাংলা জাদুঘর করার আহ্বান জানান বাংলাদেশের সরকারের কাছে।


বিজ্ঞাপন