যশোর জেলায় বিট পুলিশিং সংক্রান্ত সমন্বয় সভা অনুষ্ঠিত

অপরাধ

মোঃ সুমন হোসেন, যশোর : বিট পুলিশিং বাড়ি বাড়ি নিরাপদ সমাক গড়ি এই শ্লোগান কে সামনে রেখে মঙ্গলবার জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স সম্মেলন কক্ষে পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম(বার), পিপিএম এর সভাপতিত্বে জেলার সকল বিট অফিসারগণের সাথে বিট পুলিশিং সংক্রান্ত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।


বিজ্ঞাপন

পুলিশের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে মাননীয় আইজিপি নির্দেশনায় সারাদেশের মতো যশোর জেলাতেও পুলিশ সুপার এর বলিষ্ঠ নেতৃত্বে বিট পুলিশিং কার্যক্রম শুরু হয়েছে। এর ফলে ইতোমধ্যে শুধু শহরের মানুষ না প্রত্যন্ত গ্রাম এলাকার মানুষও ঘরে বসে পুলিশি সেবা পাচ্ছেন।

এই সেবাদান কে আরো বেশি কার্যকর করতে যশোর জেলার সকল বিটের দায়িত্বপ্রাপ্ত অফিসারদের সাথে পুলিশ সুপার বিট পুলিশিং সংক্রান্ত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন

পুলিশ সুপার উপস্থিত বিট অফিসারদের উদ্দেশ্যে বলেন, বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি, আপনার পুলিশ আপনার পাশে, তথ্য দিন সেবা নিন, এই স্লোগানকে বাস্তবায়নের লক্ষ্যে আমাদের সকলকে আরো বেশি কাজ করে যেতে হবে।


বিজ্ঞাপন

পুলিশ হবে জনগণের সর্বপ্রথম ভরসাস্থল।সেবা প্রত্যাশীদের সঙ্গে অবশ্যই ভালো আচারণ করতে হবে।

তিনি আরো বলেন, বিট পুলিশিং এর সুফল ইতোমধ্যে জনগণ পেতে শুরু করেছে।

এতে করে প্রত্যন্ত এলাকার লোকগুলোকে সেবাপ্রত্যাশার জন্য কষ্ট করে এখন আর থানায় আসতে হবে না।

তারা এখন বিট অফিসারদের মাধ্যমেই সেবা পেয়ে যাচ্ছেন আর এতে করে তাদের অর্থ ও সময় দু-টোয় সাশ্রয় হচ্ছে।

প্রত্যন্ত এলাকাগুলোতে বিট পুলিশিং কার্যক্রম চালু হওয়ায় এখন জনগন ও পুলিশের মধ্যে আরো বেশি সুসম্পর্ক স্থাপন হয়েছে। সর্বশেষে তিনি এই কার্যক্রমকে আরো বেশি সাফল্যমন্ডীত করতে বেশি বেশি বিট কার্যক্রম চালিয়ে যাওয়ারও নির্দেশ দেন।

এসময় আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার, (অপরাধ ও প্রশাসন), যশোর, মোহাম্মদ জাহাংগীর আলম, অতিরিক্ত পুলিশ সুপার, জেলা গোয়েন্দা শাখা, যশোর, মোঃ মুনাদির ইসলাম চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার(সদর), যশোর, মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, সহকারী পুলিশ সুপার(প্রবি), যশোর, আব্দুল্লাহ্ আল নোমান, সহকারী পুলিশ সুপার(প্রবি), যশোর, আবুল কালাম আজাদ, আরআই, পুলিশ লাইন্স সহ জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাগণ।

👁️ 9 News Views