ঢাকায় এলো সিনোফার্মের ১০ লাখ ডোজ টিকা

স্বাস্থ্য

নিজস্ব প্রতিবেদক : চীনের সিনোফার্ম থেকে বাংলাদেশ সরকারের কেনা করোনাভাইরাসের টিকার প্রথম চালানে দশ লাখ ডোজ ভ্যাকসিন দেশে পৌঁছেছে। বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমানে শুক্রবার রাত সাড়ে ১২টার পর ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।


বিজ্ঞাপন

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, এখন দশ লাখ ডোজ টিকা এসেছে। শনিবার সকালে আরেকটি ফ্লাইটে আরও দশ লাখ ডোজ টিকা আসবে।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ও পররাষ্ট্রমন্ত্রী আবদুল মোমেন টিকা বুঝে নিতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন।

সিনোফার্মের কাছ থেকে দেড় কোটি ডোজ টিকা কিনেছে বাংলাদেশ। তিন মাসের মধ্যে এই টিকা দেশে আসার কথা বলে এর আগে সরকারের তরফ থেকে জানানো হয়েছিল।

বাংলাদেশকে এর আগে দুই দফায় ১১ লাখ টিকা উপহার দিয়েছে চীন। প্রথম দফায় গত ১২ মে চীন বাংলাদেশকে সিনোফার্মের ৫ লাখ ডোজ ও দ্বিতীয় দফায় ৬ লাখ ডোজ টিকা উপহার দেয় চীন। তবে এবার চীন থেকে বাণিজ্যিকভাবে কেনা ১০ লাখ টিকার প্রথম চালান এলো।

এর আগে শুক্রবার রাত ১১টা ২০ মিনিটে যুক্তরাষ্ট্রের তৈরি মডার্নার ১২ লাখ টিকা বিশেষ বিমানে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।