নীলফামারিতে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

অপরাধ

নিজস্ব প্রতিনিধি : সোমবার ১২জুলাই পুলিশ সুপারের কার্যালয়, নীলফামারী এঁর কনফারেন্স রুমে দুপুর ৩ টায় পুলিশ সুপার, নীলফামারী মোহাম্মদ মোখলেছুর রহমান বিপিএম, পিপিএম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় মাসিক অপরাধ পর্যালোচনা সভা।


বিজ্ঞাপন

মাসিক অপরাধ ও পর্যালোচনা শুরুতে পুলিশ সুপার নীলফামারী (জুন-২০২১) মাসের কৃতিত্বপূর্ণ কাজের জন্য প্রদত্ত পুরস্কার অফিসারদের হাতে তুলে দেন।

জুন/২০২১ মাসের কৃতিত্বপূর্ণ কর্মকাণ্ডের জন্য ১১ জন পুরস্কৃত হন।
মোঃ বজলুর রহমান,পুলিশ পরিদর্শক, (তদন্ত) জলঢাকা থানা।
(স্কুলের হত্যা মামলার রহস্য উদঘাটন ও আসামি গ্রেপ্তার সহ ফৌজদারী কার্যবিধি ১৬৪ ধারায় বিজ্ঞ আদালতে জবানবন্দি প্রদান)

মোঃ মমিনুল ইসলাম, কোর্ট, পুলিশ পরিদর্শক, নীলফামারী।
(পুলিশ পরিদর্শক কোর্ট এর উদ্যোগে বিজ্ঞ আদালতে রায় হওয়া ১৩৫৮ টি মামলার আলামত ধ্বংস)

মোঃ মোকাররম হোসেন(সরকার) টিআই, ডোমার থানা,নীলফামারী‌।
(জুন/২০২১) মাসে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ এবং সংশ্লিষ্ট আইনে অধিক প্রসিকিউশন)

মোঃ রেজাউল ইসলাম, এসআই (নিরস্ত্র) কিশোরগঞ্জ থানা।
(জুন/২০২১) মাসে উঠান বৈঠক/সভা ৬০ টি, ভাড়াটিয়ার কেয়ার টেকারের তালিকা সংগ্রহ ৫০ টি, বিট পুলিশিং এর মাধ্যমে জমিজমা বিরোধ নিষ্পত্তি ০৩ টি এবং মসজিদ মন্দির পরিদর্শনে সংখ্যা ২৫ টি এবং প্রসিকিউশন দাখিলের সংখ্যা ০৪ টি)

মোঃ আক্কেল আলী, এসআই (নিরস্ত্র) কিশোরগঞ্জ থানা।(হত্যাচেষ্টা মামলার আসামী গ্রেপ্তার পূর্বক বিজ্ঞ আদালতে ফৌজদারি কার্যবিধি ১৬৪ ধারা মোতাবেক স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান)

সমর চন্দ্র রায়, এসআই (নিরস্ত্র),নীলফামারী থানা।(নীলফামারী থানা পুলিশের ঐকান্তিক প্রচেষ্টায় চুরি যাওয়া চোরাই ০২ টি কম্পিউটার উদ্ধারসহ আসামি গ্রেফতার)

ইন্দ্র মোহন রায়, এসআই (নিরস্ত্র) সৈয়দপুর থানা।(চোরাই যাওয়া টাকার সন্ধান সহ আসামি গ্রেপ্তার ও আসামি ফৌজদারী কার্যবিধি ১৬৪ ধারায় বিজ্ঞ আদালতে জবানবন্দি প্রদান)

মোঃ মোস্তানছির বিল্লাহ, এসআই (নিরস্ত্র) জলঢাকা থানা । (অপহৃত ভিকটিম ব্রাক কর্মী মনিরা সুলতানা মনি (৩০)কে উদ্ধার পূর্বক পরিবারের নিকট হস্তান্তর)

মোঃ আরমান আলী,এসআই (নিরস্ত্র) নীলফামারী থানা ।

(নীলফামারী সংঘবদ্ধ ব্যাটারি চালিত ভ্যান গাড়ি চোর চক্রের চারজনকে গ্রেপ্তার সহ চোরাই চার্জার ভ্যান গাড়ী উদ্ধার করেছে নীলফামারী থানা পুলিশ)
জুন/২০২১ খ্রিস্টাব্দ মাসে রেঞ্জ ডিআইজি অফিস রংপুর হতে পুরস্কারপ্রাপ্ত অফিসারদের নামের তালিকাঃ
মোঃ উজ্জল শাহ্, এসআই (নিরস্ত্র) জলঢাকা থানা নীলফামারী ।
শ্রেষ্ঠ এসআই ভূষণ চন্দ্র বর্মন, এসআই (নিরস্ত্র) নীলফামারী থানা ।

মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ছিলেন মোহাম্মদ সাইফুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার (সদর), নীলফামারী সহ সংশ্লিষ্ট বিভাগের বিভিন্ন পদমর্যাদার অন্যান্য কর্মকর্তাগণ।

মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ভার্চুয়ালি উপস্থিত ছিলেন সকল থানার অফিসার ইনচার্জ সহ সংশ্লিষ্ট বিভাগের বিভিন্ন পদমর্যাদার অফিসার কোর্স।