বঙ্গবন্ধুর অচলায়তন ভাঙার ডাক ও নারীদের অধিকার প্রতিষ্ঠা

জাতীয়

আজকের দেশ রিপোর্ট : স্বাধীনতার পরপরই দেশকে নতুন করে গড়ে তুলতে বঙ্গবন্ধু যেসব যুগান্তকারী উদ্যোগ নেন, তার মধ্য অন্যতম একটি হলো নারীদের অধিকার প্রতিষ্ঠা।


বিজ্ঞাপন

কারাগারের রোজনামচায় বঙ্গবন্ধু লিখেছেন, দেশের অর্ধেক নারী জনগোষ্ঠীকে দাবিয়ে রেখে এই দেশ কখনো এগিয়ে যেতে পারবে না। তাই স্বাধীনতার পর, পিছিয়ে পড়া নারীদের সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনতে সাংবিধানিকভাবে ব্যবস্থা নেন তিনি।

দেশে নারী নেতৃত্ব গড়ে তুলতে প্রথম জাতীয় সংসদে নারীদের জন্য ১৫ শতাংশ আসন সংরক্ষণের ব্যবস্থা করেন তিনি।


বিজ্ঞাপন

সরকারি চাকরির ক্ষেত্রে নারীদের জন্য বরাদ্দ করেন ১০ শতাংশ কোটা।


বিজ্ঞাপন

পাকিস্তান আমলের আইন পরিবর্তন করে জুডিশিয়াল সার্ভিসে চাকরির দরজা খুলে দেন নারীদের জন্য। পুলিশ বিভাগেও নিয়োগ দেন নারী কর্মকর্তা।

সমাজের কুসংস্কার ভেঙে, নারীদের মুক্তির জন্য, যেসব দুঃসাহসী উদ্যোগ নিয়েছিলেন বঙ্গবন্ধু; তারই ধারাবাহিকতায় আজ বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার হাত ধরে মাথা উঁচু করে দাঁড়িয়েছে বাংলাদেশের নারী সমাজ।

 

 

👁️ 7 News Views