যশোরে ঈদ উপহার সামগ্রী বিতরণ

অপরাধ

মো. সুমন হোসেন, যশোর : বুধবার ১৪ জুলাই, বিকাল ৫ টায় পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম(বার), পিপিএম এর নির্দেশনায় পুলিশ সুপারের কার্যালয়ের সামনে নাপিত, ফল বিক্রেতা ও হোটেল কর্মচারীদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে জেলা পুলিশ যশোর।


বিজ্ঞাপন

বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের কারণে জীবিকা থেকে কিছুটা পিছিয়ে পড়া এই সকল শ্রমজীবীদের কথা চিন্তা করে পুলিশ সুপার এর মানবিকতায় জেলা পুলিশের পক্ষ থেকে পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে আজকের এই ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার, (অপরাধ ও প্রশাসন), যশোর, মোহাম্মদ জাহাংগীর আলম, অতিরিক্ত পুলিশ সুপার, জেলা বিশেষ শাখা, যশোর, মোহাম্মদ বেলাল হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার, “ক” সার্কেল, যশোর, মোঃ মুনাদির ইসলাম চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার(সদর), যশোর, মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, সহকারী পুলিশ সুপার(প্রবি), যশোর, পুলিশ পরিদর্শক(নিরস্ত্র)/সুমন ভক্ত, (অপারেশন), কোতয়ালী মডেল থানা, যশোর সহ জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাগণ।


বিজ্ঞাপন
👁️ 1 News Views