প্রেমের তাজমহল, এর দুই দশক ও রিয়াজ-শাবনূরের অপেশাদারিত্ব

বিনোদন

বিনোদন প্রতিবেদক : দুই দশক পূর্তিতে সম্প্রতি ছবিটির পরিচালক গাজী মাহবুব কথা বলেছেন ছবিটির সাফল্য, পিছনের ঘটনাসহ নানা বিষয়ে।


বিজ্ঞাপন

সাফল্যের বিষয়তো আমরা সবাই জানি কিন্তু ছবিটির পিছনের ঘটনা, শূটিং চলাকালীন সময়ের ঘটনা সবকিছুই অামাদের অজানা। সেটাই না হয় অাজকে অামরা জানি।
প্রথমত ছবিটির কাস্টিং এ পরিচালকের মূল ভাবনায়
ছিলো সালমান ও মৌসুমী।

১৯৯৪ সালেই সালমানের সাথেই মুভিটি নিয়ে প্রাথমিক কথা হয়। পরবর্তীতে ২০০১ সালে সালমানের পরিবর্তে রিয়াজ ও মৌসুমীর পরিবর্তে শাবনূর যুক্ত হয়।

ছবিটিতে শাবনূরের অপেশাদারিত্বের বিষয়টি নিয়েও পরিচালক কথা বলেছেন। শাবনূর শূটিং এ বেশিরভাগ সময়ই দেরী করে আসতো ।

এমনকি একদিন রিয়াজ, রাজীব,আবুল হায়াত সহ অনেক শিল্পীদের বসিয়ে রেখে ও আসেননি শাবনূর আবার ঠিক তার পরের দিন শাবনূর আসলে ও রিয়াজ আসেননি ।

যার ফলে রিয়াজ, শাবনূরের অপেশাদারিত্বের কারনে একটা শিডিউলই প্যাকআপ করতে হয়েছিলো।

এভাবেই ছবিটির বিষয়ে স্মৃতিচারণ করতে গিয়ে বলছিলেন পরিচালক গাজী মাহবুব।