ভিন্ন ধারার পরিচালক কাজী হায়াতের ‘জয় বাংলা’য় বাপ্পি-জাহারা মিতু

বিনোদন

বিনোদন প্রতিবেদক : ভিন্ন ধারার নন্দিত নির্মাতা কাজী হায়াৎ নতুন সিনেমার কাজ শুরু করতে যাচ্ছেন। এটি হতে যাচ্ছে তার পরিচালিত ৫১তম সিনেমা সরকারি অনুদানের এই সিনেমার নাম ‘জয় বাংলা’।


বিজ্ঞাপন

এ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করছেন হালের অন্যতম চিত্রনায়ক বাপ্পি চৌধুরী এবং মিস ওয়ার্ল্ড বাংলাদেশের প্রথম রানার আপ জাহারা মিতু।

এতে অভিনয়ের জন্য সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছেন তারা।আর এই সিনেমার মধ্য দিয়েই প্রথমবার কাজী হায়াতের পরিচালনায় অভিনয় করবেন বাপ্পি-মিতু।

২০২০-২১ অর্থ বছরে সরকারী অনুদানও পেয়েছে ছবিটি।মুক্তিযোদ্ধ নিয়ে প্রখ্যাত সাহিত্যিক ও অধ্যাপক মুনতাসির মামুনের কিশোর উপন্যাস ‘জয়া বাংলা’।

এই উপন্যাস থেকে নির্মিত হচ্ছে চলচ্চিত্রটি।উপন্যাসের নামেই নাম করণ হবে ছবিটির।‘জয়া বাংলা’ এ জুটির দ্বিতীয় ছবি হতে যাচ্ছে এটি।

এর আগে অপূর্ব রানার ‘যন্ত্রণা’ ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তারা। করোনার কারণে ছবিটির শুটিং স্থগিত রয়েছে।

‘জয় বাংলা’ প্রসঙ্গে নায়ক বাপ্পি চৌধুরী বলেন, মুনতাসির মামুন স্যারের ‘জয়া বাংলা’ উপন্যাস নিয়ে নতুন করে বলার কিছু নেই। এটি পর্দায় উপস্থাপন করবেন কাজী হায়াতের মতো বড় নির্মাতা। তাদের সঙ্গে আমার যু্ক্ত হওয়ার সৌভাগ্যের মনে করছি নিজের জন্য।

ছবিটির জন্য ইতোমধ্যে চরিত্র ধারণ শুরু করে দিয়েছেন এ নায়ক। নিয়ে আসছেন কিশোরের লুক।

ছবিটিতে তার চরিত্র ভালোভাবে ফুটিয়ে তুলতে যা যা করার দরকার সবই করবেন বলে জানান বাপ্পি।

জাহারা মিতু বলেন, জয় বাংলা আমার অনেক আগেই পড়া। আমার উপন্যাসের তালিকায় এটি অন্যতম। সেই উপন্যাসে এবার আমি অভিনয় করবো।

ভাবতেই ভালো লাগা কাজ করছে। মুনতাসির মামুন স্যারও আমার প্রিয় একজন লেখক।

আর নির্মাতা হিসেবে কাজী হায়াতকে নিয়ে নতুন করে বলার কিছু নেই। সবার দোয়া চাই যেনো চরিত্রটি আমি ফুটিয়ে তুলতে পারি।

টুঙ্গিপাড়া চলচ্চিত্রের ব্যানারে নির্মিত হবে ‘জয় বাংলা’। প্রযোজক হিসেবে রয়েছেন মো.মিন্টু শিকদার।

ঈদের পর করোনার অবস্থা স্বাভাবিক হলে ঢাকা ও ঢাকার পার্শ্ববর্তী এলাকায় ছবিটির শুটিং শুরু হবে বলে জানিয়েছেন নির্মাতা কাজী হায়াৎ।