শোক সংবাদ

জাতীয়

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাবেক মহিলা সম্পাদক অ্যাড. মন্জু নাজনীন রোজী আপা অার নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। তিনি সাবেক সহকারী Attorney General. এ্যাড.মন্জু নাজনীন ২০০৩- ২০১২ সালের অাওয়ামী স্বেচ্ছাসেবক লীগের শ্রদ্ধাভাজন কৃষিবিদ অাফম বাহাউদ্দীন নাছিম ভাই -পংকজ দেবনাথ কমিটির ১ম মহিলা সম্পাদক ছিলেন। তিনি স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী
সংসদের নারী সংগঠকদের মধ্যে শীর্ষস্থানীয় নেত্রী ছিলেন। তিনি তৎকালীন বিএনপি জামাত জোট সরকার বিরোধী প্রতিটি অান্দোলন সংগ্রামী সাহসীকতার সাথে অংশ গ্রহন করতেন। তিনি ২১ অগাস্ট গ্রেনেড হামলায় অাহত হন। এ্যাড. মন্জু নাজনীন অাওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিটি নেতা কর্মীকে বিনামূল্যে অাইনি সহায়তায় প্রদান করেছেন। তিনি অনেক ক্ষেত্রে সংগঠনের অসচ্ছল নেতা কর্মীদের অাইনি সহায়তাসহ মামলার অফিসিয়াল খরচের টাকা পর্যন্ত নিজের পকেট থেকে বহন করতেন। তিনি ছিলেন কর্মী বান্ধব নেত্রী। সংগঠন কোন নেতা কর্মী কোন মামলা নিয়ে তার কাছে গেলে, তিনি কাউকে বিমুখ করেন নাই। বিএনপি জামাত জোট সরকারের সময়ে সরকার বিরোধী অান্দোলন সংগ্রাম হরতাল পিকেটিং সহ বিভিন্ন রাজনৈতিক কর্মসুচী পালন করতে গিয়ে প্রতি নিয়ত নেতা কর্মীরা মিথ্যা মামলাসহ জেল জুলুম নির্যাতন ভোগ করেছে,সে সময় মন্জু নাজনীন সেই সব নেতা কর্মীদের অাইনি সহায়তাকারী অাপনজন।


বিজ্ঞাপন

 

👁️ 3 News Views