সরকারি অনুদানের চলচ্চিত্রে শাকিব খান

বিনোদন

বিনোদন প্রতিবেদক : এখনও পর্যন্ত ২৩টির মতো সিনেমা প্রযোজনা করেছেন খোরশেদ আলম খসরু। সর্বশেষ প্রযোজক পরিবেশক সমিতির নির্বাচনে বিপুল ভোটে সভাপতি নির্বাচিত হন তিনি।


বিজ্ঞাপন

সেপ্টেম্বর মাসে নামী এ প্রযোজক সরকারী অনুদান পাওয়া ‘গলুই’ সিনেমার শুটিং শুরু হবে বলে জানালেন।

যেটি পরিচালনা করবেন হৃদয়ের কথা, আরও ভালোবাসবো তোমায় খ্যাত পরিচালক এস এ হক অলিক।

খসরু জানান, শুটিং হবে সুনামগঞ্জ ও জামালপুরে। ইতোমধ্যে ‘গলুই’-এর জন্য শাহ আলম সরকারের লেখা ও ইমন সাহার সুরে কুমার বিশ্বজিত নৌকা বাইচের একটি গানে কণ্ঠ দিয়েছেন। দুর্দান্ত হয়েছে গানটি। আরেকটি গান করছেন হাবিব।

শোনা যাচ্ছে, ‘গলুই’ সিনেমার নায়ক হবেন ঢাকাই সিনেমার ‘মহাতারকা’ শাকিব খান।

প্রযোজক খসরু বলেন, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হবে।

বর্তমানে প্রিপ্রডাকশনে কাজ চলছে। তিনি বলেন, আমার সব সিনেমা পুরোপুরি বাণিজ্যিক ধারার।

ভিন্ন ধারার গল্প নিয়ে প্রথমবার কাজ করতে যাচ্ছি, তার মানে ‘গলুই’ কিন্তু আর্টফিল্ম নয়- গ্রামীণ পটভূমির গল্প।

অনুদানের সিনেমা হলেও কোথাও ছাড় দেব না। সরকার যে আস্থা রেখেছেন, সেই আস্থার মূল্য দিতে চাই।”