নীলফামারীতে বদলী-পদোন্নতি জনিত বিদায় সংবর্ধনা

অপরাধ

নিজস্ব প্রতিনিধি : সোমবার ৬ সেপ্টেম্বর জেলা পুলিশ, নীলফামারীর আয়োজনে পুলিশ লাইন্স, নীলফামারীতে দুপুর সাড়ে ১২ টায় মুহাম্মদ মনিরুজ্জামান,শিক্ষানবিস, সহকারী পুলিশ সুপার, নীলফামারী, মোঃ মোস্তাফিজুর রহমান, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র), পুলিশ সুপারের কার্যালয়, নীলফামারী মোঃ মোস্তাফিজার রহমান, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র), অফিসার ইনচার্জ, ডোমার-থানা, নীলফামারী,ও মোঃ আব্দুল মান্নান, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র), পুলিশ সুপারের কার্যালয়, নীলফামারী দ্বয়ের বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার, নীলফামারী মোহাম্মদ মোখলেছুর রহমান বিপিএম,পিপিএম ।


বিজ্ঞাপন

বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার নীলফামারী বলেন পেশাগত জীবনে বিদায়ী অতিথিরা অত্যন্ত প্রত্যয়ী,পরিশ্রমী, মেধাবী ও আত্মবিশ্বাসী এবং সৎ পুলিশ কর্মকর্তা।

নীলফামারী জেলা পুলিশ হতে শিক্ষণীয় কর্মকাণ্ড গুলো তারা তাদের নতুন কর্মস্থলে প্রয়োগের মাধ্যমে জনগণের দোরগোড়ায় সময় উপযোগী কাঙ্খিত সেবার পৌঁছানোর মাধ্যমে ভুক্তভোগী তথা সাধারন মানুষের প্রত্যাশার পূরণে বাংলাদেশ পুলিশ তথা দেশের অগ্রগতিতে বিশেষ ভূমিকা রাখবে এই মর্মে পুলিশ সুপার মহোদয় আশাবাদ ব্যক্ত করেন।

সবশেষে পুলিশ সুপার বিদায়ী অতিথিদের সমৃদ্ধ ভবিষ্যৎ কামনা করে তাদের হাতে স্মৃতি স্মারক তুলে দেন।

উক্ত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এ.এস. এম. মুক্তারু জ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর- সার্কেল), নীলফামারী,
মোহাম্মদ সারোআর আলম,অতিরিক্ত পুলিশ সুপার, সৈয়দপুর-সার্কেল,নীলফামারী, আলী মোহাম্মদ আব্দুল্লাহ, সিনিয়র, সহকারি পুলিশ সুপার, (ডোমার-সার্কেল) নীলফামারী, মুহম্মদ মনিরুজ্জামান, শিক্ষানবিশ,সহকারী পুলিশ সুপার,নীলফামারী সহ সকল থানার অফিসার ইনচার্জ, ওসি ডিবি, ডিআইও ১, ট্রাফিক ইন্সপেক্টর, আর-আই, আরওআই সহ জেলার বিভিন্ন ইউনিটের সকল পদমর্যাদার অফিসার-ফোর্স ।

উক্ত অনুষ্ঠান জুড়ে সঞ্চালনায় ছিলেন মোছাঃ লিজা বেগম, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন), নীলফামারী।