রাজধানীতে বিএসটিআই ও র‍্যাবের যৌথ অভিযান

অপরাধ

বিভিন্ন প্রতিষ্ঠানকে অনিয়মের দায়ে ২১ লাখ ২০ হাজার টাকা জরিমানা

আমিনুর রহমান বাদশা : গত মঙ্গলবার বিএসটিআই এবং র‍্যাব১০ যৌথভাবে রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে।


বিজ্ঞাপন

উক্ত অভিযান বিএসটিআইয়ের কর্মকর্তারা এবং মাজহারুল ইসলাম, নির্বাহী ম্যাজিস্ট্রেট র‍্যাব-১০ নেতৃত্বে রাজধানীর ধোলাইপাড়, মীরহাজারীবাগ, জুরাইন, সায়েদাবাদ, সোয়ারীঘাট, চকবাজার, পোস্তা এলাকায় মোবাইল কোর্ট পরিচালিত হয়।

উক্ত মোবাইল কোর্টে যে সকল প্রতিষ্ঠানের বিরুদ্ধে শাস্তি মুলক ব্যাবস্থা গ্রহণ করা হয়েছে সে সকল প্রতিষ্ঠান যথাক্রমে, মহান ফুড প্রোডাক্টস, মীরহাজারীবাগ, ঢাকাকে বিএসটিআইয়ের লাইসেন্স নবায়নবিহীন, বিস্কুট, পাউরুটি, কেক (প্লেইন কেক,ফ্রুট ও স্পঞ্জ) বিক্রয়, বিতরণ ও বাজারজাত করায় এবং একই সাথে পণ্য মোড়কজাত লাইসেন্স না থাকায় “ওজন পরিমাপ মানদণ্ড আইন’২০১৮”, অনুযায়ী, এছাড়াও ভোক্তা অধিকার ও নিরাপদ খাদ্য আইনে ৫,০০০,০০ ( পাচ লক্ষ) টাকা জরিমানা করা হয়।
এছাড়াও একই অপরাধে আদি বনফুল, ধোলাইপাড়, ঢাকাকে ১,০০,০০০( এক লক্ষ) টাকা, হীরা ইলেকট্রিক ইন্ডাস্ট্রি, মীরহাজারীবাগ, ঢাকাকে ২,০০,০০০ (দুই লক্ষ) টাকা, পদ্মা আইস্ক্রিম ফ্যাক্টরী, মীরহাজারীবাগ, ঢাকাকে ৩,০০,০০০ ( তিন লক্ষ) টাকা, ক্যাফে আল নোমান, গোলাপবাগ ঢাকাকে ১,০০,০০০ (এক লক্ষ) টাকা, মাতৃছায়া ভান্ডার, গোলাপবাগ ঢাকাকে ১,০০,০০০ ( এক লক্ষ) টাকা, মীম রেস্তোরাঁ, সায়েদাবাদ, ঢাকাকে ২০,০০০( বিশ হাজার) টাকা, হোটেল গাউছিয়া এন্ড কাবাব হাউজ, সায়েদাবাগ, ঢাকাকে ১,০০,০০০ (এক লক্ষ) টাকা, সৌদিয়া বেকারী এন্ড বিস্কুট ফ্যাক্টরি, জুরাইন ঢাকাকে ২,০০,০০০( ২ লক্ষ) টাকা, ডি আর ফুড প্রোঃ জুরাইন, ঢাকাকে ২,০০,০০০( ২ লক্ষ) টাকা, শাহজাহান বেকারী, সোয়ারীঘাট, ঢাকাকে ১,০০,০০০ (১ লক্ষ) টাকা, মীম ফুড চকবাজার ঢাকাকে ১,০০,০০০ ( ১ লক্ষ) টাকা এবং আল নূর ফুড প্রোডাক্টস, পোস্তা, ঢাকাকে ১,০০,০০০ (১ লক্ষ) টাকা জরিমানা করা হয়।

উক্ত অভিযানে বিএসটিআই এর প্রসিকিউটিং অফিসার হিসেবে জনাব মাকসুদা রুনা, ফিল্ড অফিসার(সিএম) এবং মোঃ শাহজাহান, পরিদর্শক (মেট্রোলজি) অংশগ্রহণ করেন।