মহেশখালীতে দেশের বিদ্যুৎ ও জ্বালানির বড় হাব তৈরি

অর্থনীতি

নিজস্ব প্রতিনিধি : কক্সবাজারের মহেশখালীতে দেশের বিদ্যুৎ ও জ্বালানির বড় হাব তৈরি করছে সরকার। গুচ্ছভিত্তিক এই পরিকল্পনা বা হাবের মধ্যে থাকবে বিদ্যুৎকেন্দ্র, তেল সংরক্ষণাগার ও বিদেশ থেকে আমদানি করা তরলীকৃত প্রাকৃতিক গ্যাসসহ (এলএনজি) বিভিন্ন প্রকল্প। এর জন্য সড়ক ও রেলপথ তৈরির পরিকল্পনা রয়েছে। আর এসব গড়ে উঠছে মূলত মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরকে কেন্দ্র করে।


বিজ্ঞাপন

গভীর সমুদ্রবন্দর ঘিরে দেশের জ্বালানির প্রাণকেন্দ্র হতে যাওয়া মহেশখালীতে বাস্তবায়নাধীন ও পরিকল্পনাধীন সব প্রকল্পের কাজ শেষ হলে দেশের চেহারা বদলে যাবে। ২৪০০ মেগাওয়াটের ২টি বিদ্যুতকেন্দ্র গভীর সমুদ্রবন্দর ২টি, এলএনজি টার্মিনাল ৫টি, এলপিজি টার্মিনাল ২টি, তেল শোধনাগার ২টি, খাদ্য সংরক্ষণাগার ১টি, অর্থনৈতিক অঞ্চল ৩টি, গ্যাস ট্রান্সমিশন লাইন ৩টি এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নির্মিত হচ্ছে ১৭টি সেতু।