ব্রুনাইয়ে বাংলাদেশি নাগরিকদের প্রয়োজনীয় খাদ্য সামগ্রী প্রদান

আন্তর্জাতিক

নিজস্ব প্রতিনিধি : বৃহত্তর উদ্যোগের অংশ হিসেবে ব্রুনাই দারুসসালামে বাংলাদেশের হাইকমিশন September সেপ্টেম্বর বাংলাদেশি নাগরিকদের ভাত, তেল, মসুর, চিনি, লবণ এবং মশলা সহ ১ 19 কিলোগ্রাম প্রয়োজনীয় খাদ্য সামগ্রী প্রদান করেছে।


বিজ্ঞাপন

তখন থেকে, হাই কমিশন কোভিড -১ to এর কারণে আর্থিক সাহায্যের প্রয়োজনের মধ্যে প্রায় 143 বাংলাদেশি নাগরিকের কাছে পৌঁছেছে।

হাই কমিশন ব্রুনাই-মুয়ারা জেলার শ্রমিকদের স্ব-বিচ্ছিন্নতার অধীনে সহায়তা পাঠিয়েছে কারণ তারা খাবারের জন্য কেনাকাটা করতে অক্ষম।

ব্রুনাইতে বাংলাদেশের হাইকমিশনার দারুসসালাম নাহিদা রহমান সুমোনাও কনস্যুলার সেবার মিশনে যাওয়া কর্মীদের মাঝে খাবার ঝুড়ি বিতরণ করেন।

তিনি বলেন, “এই বছর, বাংলাদেশ সরকার সুলতানে তার কোভিড-প্ররোচিত নাগরিকদের জন্য একটি নতুন বাজেট বরাদ্দ করেছে।”