নিজস্ব প্রতিনিধি ঃ গত কিছুদিন আগে রাজবাড়িতে হঠাৎ ডায়রিয়ার প্রকোপ বেড়ে যাওয়ার একটি খবর প্রকাশ করা হয়। 
রিপোর্ট অনুযায়ী,গত ১২ এপ্রিলে, থেকে ডায়রিয়ার সঙ্ক্রমন দেখা দিলেও সেটি কমতে শুরু করেছে এবং ডায়রিয়ার প্রকোট অবস্থা পর্যবেক্ষণের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের একটি দল সরেজমিনে যান এবং রাজবাড়ি জেনারেল হাসপাতাল প্রদর্শন এবং রোগীদের সাথে কথা বলে সার্বিক অবস্থা সম্পর্কে অবগত হন। 
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন পরিচালক স্বাস্থ্য , ঢাকা বিভাগ, ডা. মোঃ বেলাল হোসেন, পরিচালক রোগ নিয়ন্ত্রণ, স্বাস্থ্য অধিদপ্তর, অধ্যাপক ডা. নাজমুল ইসলাম, সিভিল সার্জন , ফরিদপুর ডা. মোঃ সিদ্দিকুর রহমান, ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার,সংক্রামক রোগ নিয়ন্ত্রণ ডাঃ অনিন্দ্য রহমান এবং ডেপুটি চিফ মেডিকেল, এমআইএস,স্বাস্থ্য অধিদপ্তর ডাঃ বিএম রিয়াজুল ইসলাম।

👁️ 4 News Views

