ডিএনসি’র মৌলভীবাজার কর্তৃক ৩০০ লিটার চোলাই মদ ও ২০০ গ্রাম গাজা উদ্ধার

Uncategorized অপরাধ আইন ও আদালত

নিজস্ব প্রতিনিধি ঃ গতকাল বৃহস্পতিবার ২১ এপ্রিল, মাদকদ্রব‌্য নিয়ন্ত্রণ অ‌ধিদপ্ত‌র, জেলা কার্যালয়, মৌলভীবাজার এর উপ-প‌রিচালক মোহাম্মদ হাবীব তৌ‌হিদ ইমাম এর সা‌র্বিক তত্ত্বাবধা‌নে প‌রিদর্শক অমর কুমার সেন স‌্যা‌রের নেতৃ‌ত্বে ও বিভাগীয় রেইডিং টি‌ম জুড়ি থানাধীন রত্না চা বাগানে অভিযান চা‌লি‌য়ে ৩০০লিটার চোলাইমদ বানানোর উপকরণ এলকোহল যুক্ত ওয়াস ও ১০ লিটার চোলাইমদ উদ্ধার করা হয় এবং ওয়াশ বিনষ্ট করা হয় ।

তবে রেইডিং টিমের উপস্থিতি টের পেয়ে আসামী জনতা গঞ্জু ওরফে রেখা পালিয়ে যায়। পরে তার বিরুদ্ধে জুড়ি থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়।

এর আগে সদর থানাধীন শেরপুর নয়া বস্তিতে অভিযান চালিয়ে ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
👁️ 4 News Views